২০১২ সালে দায়িত্ব পাওয়া নাজমুল হাসান পাপন দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান পদ আঁকড়ে আছেন। টানা তিন মেয়াদে তিনি বিসিবির প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন৷ সম্প্রতি দেশের মন্ত্রিসভার যুব ও ক্রীড়া মন্ত্রী হিসেবে মনোনীত হয়েছেন নাজমুল হাসান৷ ফলে এবার হয়তো বিসিবির সভাপতির পদ থেকে সরে দাঁড়াবেন তিনি৷ তাই বিসিবির প্রধান হিসেবে তাঁর স্থলাভিষিক্ত হতে পারে নতুন কোনো মুখ৷ গুঞ্জন রয়েছে, বিসিবির সহ-সভাপতি আজম নাছির উদ্দিনকে সাময়িক দায়িত্ব দেওয়া হতে পারে৷
১৯৭২ সালে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড৷ শুরুর দিকে বিশ্বদরবারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড পরিচিত ছিল ‘বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ড’ নামে৷ ২০০৭ সালে জাতীয় ক্রীড়া পরিষদ আইনের ২০ ধারা অনুযায়ী ‘কন্ট্রোল’ শব্দটি বাদ দেওয়া হয়৷ এরপর বাংলাদেশ সরকারের গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে নামকরণ করা হয় ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ড’। প্রতিষ্ঠালগ্ন থেকে এখন পর্যন্ত বিসিবির সভাপতির চেয়ারে বসেছেন ১৪জন৷ সভাপতির চেয়ারে বসতে হলে মানতে বেশকিছু শর্ত৷
বিসিবি সভাপতি হতে গেলে যে তিনটি শর্ত মানতে হয়:
১) আইসিসির পূর্ণ সদস্য হওয়ায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে মেনে চলতে হবে আইসিসির গাইডলাইন। সেই গাইডলাইন অনুযায়ী বোর্ডের সভাপতিকে অবশ্যই নির্বাচিত সভাপতি হতে হবে। তাকে নির্বাচন ছাড়া মনোনীত করার সুযোগ নেই।
২) বোর্ড সভাপতি পদে প্রার্থিতা করবেন যিনি, তাকে হতে হবে বোর্ডের পরিচালনা পর্ষদের সদস্য। পরিচালক ছাড়া অন্য কাউকে বোর্ড সভাপতি হিসেবে ভোট দেওয়ার সুযোগ নেই।
৩) বোর্ডের পরিচালক পদে নির্বাচন করতে হলে বোর্ডের কাউন্সিলর হতে হবে, কাউন্সিলর হওয়ার জন্য আঞ্চলিক বা ক্লাব পর্যায়ের ক্রিকেটে সংগঠকের ভূমিকায় থাকতে হবে।
একনজরে বিসিবি’র সভাপতিবৃন্দ:
নাম | মেয়াদকাল |
মোহাম্মদ ইউসুফ আলী | ১৯৭২-১৯৭৬ |
এস. এস. হুদা | ১৯৭৬-১৯৮১ |
কমোডর মুজিবুর রহমান | ১৯৮১-১৯৮৩ |
কে. জেড. ইসলাম | ১৯৮৩-১৯৮৭ |
আনিসুল ইসলাম মাহমুদ | ১৯৮৭-১৯৯০ |
কাজী বাহাউদ্দীন আহমেদ | ১৯৯০-১৯৯১ |
আবু সালেহ মোস্তাফিজুর রহমান | ১৯৯১-১৯৯৬ |
সাবের হোসেন চৌধুরী | ১৯৯৬-২০০১ |
এম আকমল হোসেন আগস্ট | ২০০১-নভেম্বর২০০১ |
আলী আসগর লবি | ২০০১-২০০৬ |
আব্দুল আজিজ | ২০০৬-২০০৭ |
লেফটেন্যান্ট জেনারেল সিনা ইবনে জামালী | ২০০৭-২০০৯ |
আ হ ম মোস্তফা কামাল | ২০০৯-২০১২ |
নাজমুল হাসান পাপন | ২০১২- বর্তমান |
আরও পড়ুন: বাংলাদেশ নারী ক্রিকেট দলের যত অর্জন
ক্রিফোস্পোর্টস/২২জানুয়ারি২৪/টিএইচ/এমটি