ক্রিকেটের ভবিষ্যত তারকাদের নিয়ে দক্ষিণ আফ্রিকায় বসেছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ১৫তম আসর। আফ্রিকার ৫টি ভেন্যুতে ১৬টি দেশের অংশগ্রহণে চলছে এবারের বিশ্বকাপ৷ এরই মধ্যে গত ১৯ জানুয়ারি থেকে শুরু হয়েছে গ্রুপ পর্বের ম্যাচ। গ্রুপের পর্বের ম্যাচ শেষে আগামী ৩০ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে সুপার সিক্সের ম্যাচ৷ এরপর ৬ এবং ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে দুটি সেমিফাইনাল৷ ১১ ফেব্রুয়ারি বেনোনিতে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল৷
কোন গ্রুপে কারা খেলছেন?
গ্রুপ ‘এ’: ভারত, বাংলাদেশ, আয়ারল্যান্ড, যুক্তরাষ্ট্র
গ্রুপ ‘বি’: ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, স্কটল্যান্ড
গ্রুপ ‘সি’: অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে, নামিবিয়া
গ্রুপ ‘ডি’: পাকিস্তান, নিউজিল্যান্ড, আফগানিস্তান ও নেপাল।
গ্রুপ পর্বের ম্যাচ শেষে প্রত্যেক গ্রুপের শীর্ষ তিন দলকে নিয়ে মাঠে গড়াবে সুপার সিক্স৷ সুপার সিক্সে দুটি গ্রুপে সর্বমোট ১২টি দল অংশগ্রহণ করবে৷ সেখান থেকে শীর্ষ চার দল খেলবে সেমিফাইনাল৷
যখন থেকে শুরু হয় অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ
১৯৮৮ সালে অস্ট্রেলিয়ায় প্রথম বারের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আসর বসে৷ প্রথম আসরে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় স্বাগতিক অস্ট্রেলিয়া। এরপর দীর্ঘ ১০ বছর যুবারদের নিয়ে আর কোনো বৈশ্বিক আসর আয়োজন করতে পারেনি আইসিসি। ১৯৯৮ সালে দক্ষিণ আফ্রিকায় বসে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের দ্বিতীয় আসর৷ সে আসরে নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ইংল্যান্ড৷ এরপর প্রতি দুই বছর পরপর ধারাবাহিকভাবে অনুষ্ঠিত হচ্ছে তরুণ তারকাদের নিয়ে বিশ্বকাপ।
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে এখন পর্যন্ত সবচেয়ে বেশি সাফল্যের দেখা পেয়েছে ভারত৷ তারা টুর্নামেন্টের পাঁচটি শিরোপা ঘরে তোলে৷ ভারতের পরেই সবচেয়ে সফল দল অস্ট্রেলিয়া৷ তারা চ্যাম্পিয়ন হয় তিন বার৷ ২০০৪ ও ২০০৬ সালে টানা দুই বার শিরোপার দেখা পেয়েছে পাকিস্তানও। এক বার করে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড৷
একনজরে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের চ্যাম্পিয়নরা
সাল | চ্যাম্পিয়ন | রানার্সআপ |
১৯৮৮ | অস্ট্রেলিয়া | পাকিস্তান |
১৯৯৮ | ইংল্যান্ড | নিউজিল্যান্ড |
২০০০ | ভারত | শ্রীলঙ্কা |
২০০২ | অস্ট্রেলিয়া | দক্ষিণ আফ্রিকা |
২০০৪ | পাকিস্তান | ওয়েস্ট ইন্ডিজ |
২০০৬ | পাকিস্তান | ভারত |
২০০৮ | ভারত | দক্ষিণ আফ্রিকা |
২০১০ | অস্ট্রেলিয়া | পাকিস্তান |
২০১২ | ভারত | অস্ট্রেলিয়া |
২০১৪ | দক্ষিণ আফ্রিকা | পাকিস্তান |
২০১৬ | ওয়েস্ট ইন্ডিজ | ভারত |
২০১৮ | ভারত | অস্ট্রেলিয়া |
২০২০ | বাংলাদেশ | ভারত |
২০২২ | ভারত | ইংল্যান্ড |
আরও পড়ুন: অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ: একনজরে পূর্ণাঙ্গ সময়সূচি
ক্রিফোস্পোর্টস/২৩জানুয়ারি২৪/টিএইচ/এমটি