গেল বছরটা টেস্ট ক্রিকেটে দারুণ সময় কেটেছে অস্ট্রেলিয়ার। জিতেছে ২০২৩ সালের টেস্ট চ্যাম্পিয়নশীপের শিরোপাও। এবার তারই স্বীকৃতি পেল ক্রিকেট অস্ট্রেলিয়ার টেস্ট দল। ২০২৩ সালের বর্ষসেরা টেস্ট দলে জায়গা করে নিয়েছেন মোট পাঁচ জন অজি ক্রিকেটার।
আজ (মঙ্গলবার) আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) এক বিবৃতির মাধ্যমে ২০২৩ সালের বর্ষসেরা টেস্ট একাদশ ঘোষণা করেছে। আর সেই দলের নেতৃত্বভার রাখা হয়েছে অজিদের টেস্ট চ্যাম্পিয়নশীপ জেতানো কাপ্তান প্যাট কামিন্স। এই অধিনায়ক গত বছর অস্ট্রেলিয়াকে ওয়ানডে বিশ্বকাপও জিতিয়েছেন।
গত বছর জুড়েই দুর্দান্ত ফর্মে থাকা অজি ওপেনার উসমান খাজাকে দলের ওপেনার হিসেবে রাখা হয়েছে। অস্ট্রেলিয়ার হয়ে বেশ কিছু ম্যাচে বিপদে কান্ডারী হিসেবে একাই টেনেছেন তিনি। তার সঙ্গী হিসেবে অপর প্রান্তে আছেন লংকান দিমুথ করুণারত্নে। ২০২৩ সালটা ৬০ গড়ে ৬০৮ রান করা করুণারত্নের জন্য স্মরণীয় এক বছর। ইনজুরি থেকে ফিরেই ব্যাটে রানের ফোয়ারা ছড়ানো নিউজিল্যান্ডের কেইন উইলিয়ামসন আছেন তিন নম্বরে। গেল বছর ৪ শতকে তার মোট রান ৬৯৫।
চার নম্বরে ব্যাটসম্যান হিসেবে আছেন ইংল্যান্ডের জো রুট। মিডল অর্ডারে তার আরও দুই সঙ্গী হিসেবে আছেন দুই অজি ব্যাটসম্যান ট্রাভিস হেড ও এ্যালেক্স ক্যারি। এই দলের উইকেটের পেছনে দায়িত্ব থাকবে অস্ট্রেলিয়ার উইকেটরক্ষক এ্যালেক্স ক্যারির উপরেই। স্পিন বোলিং অলরাউন্ডার হিসেবে রয়েছেন ভারতের রবীন্দ্র জাদেজা। আর একমাত্র বিশেষজ্ঞ স্পিনার হিসেবেও এসেছে ভারতের রবীচন্দ্রন অশ্বিনের নাম।
আর দলে পেসার হিসেবে রয়েছেন তিন জন। যেখানে মিচেল স্টার্কের নেতৃত্বে বাকি দুই পেসার হলেন ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রড ও দলের অধিনায়ক প্যাট কামিন্স।
বর্ষসেরা টেস্ট দল: উসমান খাজা, দিমুথ করুণারত্নে, কেন উইলিয়ামসন, জো রুট, ট্রাভিস হেড, রবীন্দ্র জাদেজা, অ্যালেক্স ক্যারি, প্যাট কামিন্স, রবিচন্দ্রন অশ্বিন, মিচেল স্টার্ক ও স্টুয়ার্ড ব্রড।
আরও পড়ুন: আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি দলে উগান্ডার ক্রিকেটার
ক্রিফোস্পোর্টস/২৩জানুয়ারি২৪/এমএস/এমটি