এএফসি কাপে আশা জাগিয়েও ভারতের ক্লাব উড়িষ্যা এফসির বিপক্ষে শেষ ম্যাচে হেরে আসর থেকে ছিটকে যায় বাংলাদেশের চ্যাম্পিয়ন ক্লাব বসুন্ধরা কিংস। সেই ম্যাচে প্রতিপক্ষ খেলোয়াড়কে ফাউল করে লাল কার্ড দেখেছিলেন কিংসের ফুটবলার অশরোর গফুরভ। এবার সেই ঘটনায় আরও বড় শাস্তি পেলেন এই উজবেকিস্তান মিডফিল্ডার।
এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) ডিসিপ্লিনারি ও এথিকস কমিটি ১১ ডিসেম্বর সেই ম্যাচের অপরাধকে গুরুতর হিসেবে বিবেচনা করছে। সেই ঘটনার প্রেক্ষিতে উজবেক ফুটবলার অশরোর গফুরভকে এএফসির টুর্নামেন্ট থেকে দুই ম্যাচের জন্য নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।
দুই ম্যাচে নিষেধাজ্ঞার পাশাপাশি তাকে এক হাজার মার্কিন ডলার আর্থিক জরিমানাও করেছে এএফসি। এই জরিমানার অর্থ গফুরভকে ১৫ জানুয়ারি থেকে পরবর্তী এক মাসের মধ্যে পরিশোধ করতে হবে। শাস্তির বিষয়ে বসুন্ধরা কিংসকে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে মহাদেশীয় সংস্থাটি।
এর আগে ১১ ডিসেম্বরের সেই ম্যাচে প্রথমার্ধের ইনজুরি সময় প্রতিপক্ষ ফুটবলারকে সিঙ্গেল ফুটেড চ্যালেঞ্জে করে সরাসরি লাল কার্ড দেখেন তিনি। খুব ভয়ঙ্কর বা বিপজ্জনক কোনো ট্যাকেল না করেই লাল কার্ড পেয়ে সেদিন কান্না করে মাঠ ছাড়েন গফুরভ। কিংসের মাঠ এবং ডাগআউটের ফুটবলাররা কেউই মানতে পারেনি এমন সিদ্ধান্ত।
বসুন্ধরা কিংসের কোচ টাচলাইনে দাঁড়িয়ে এবং ম্যাচের পরে হাত উঁচিয়ে প্রতিবাদ করেন। ডাগআউটে তাকেও হলুদ কার্ড দেখান রেফারি। ম্যাচের পর সংবাদ সম্মেলনে ঘটনাটি তদন্তে দাবি জানান কোচ অস্কার ব্রুজন। তবে তাকে অবশ্য শাস্তির আওতায় আনেনি এএফসি।
আরও পড়ুন: সাকিবের চোখের সমস্যা নিয়ে যা জানাল বিসিবি
ক্রিফোস্পোর্টস/২৫জানুয়ারি২৪/এফএএস