Connect with us
ক্রিকেট

কাল জিতলেই বিশ্বকাপের সুপার সিক্স নিশ্চিত বাংলাদেশের

Crifo u-19 World cup Bangladesh
গ্রুপপর্বের শেষ ম্যাচে বাংলাদেশ লড়বে যুক্তরাষ্ট্রের বিপক্ষে। ছবি- আইসিসি

ভারতের বিরুদ্ধে হার দিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ শুরু করেছিল বাংলাদেশ। এরপরের ম্যাচেই আয়ারল্যান্ডকে হারিয়ে ঘুরে দাঁড়িয়ে সুপার সিক্সের সম্ভাবনা টিকিয়ে রাখে। আর যুব বিশ্বকাপে সুপার সিক্স নিশ্চিতের লক্ষ্যে কাল শুক্রবার যুক্তরাষ্ট্রের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ।

দক্ষিণ আফ্রিকার ব্লুমফন্টেইনে দুপুর দুইটায় শুরু হবে ম্যাচটি। আগের ম্যাচে আইরিশদের হারানোর আত্মবিশ্বাসে এ ম্যাচেও জয়ের প্রত্যাশা টাইগার যুবাদের। গ্রুপপর্বে শেষ ম্যাচে বাংলাদেশ লড়বে অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ যুক্তরাষ্ট্রের বিপক্ষে। জিতলেই নিশ্চিত সুপার সিক্সে খেলা। তবে অসচেতনায় হোঁচট খেতে না হয়, সেদিকে বেশ সতর্ক টাইগার যুবারা।

শিরোপা পুনরুদ্ধারের অভিযানে এবারের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে সূচনাটা ভালো হয়নি বাংলাদেশের। ভারতের কাছে পরাজয় দিয়ে শুরু। তবে পরের ম্যাচেই দারুণ কামব্যাক ইয়াং টাইগারদের। আয়ারল্যান্ডকে হারিয়েছে হেসেখেলে।

মার্কিন যুবাদের মুখোমুখি হওয়ার আগে যুব টাইগারদের সেনাপতি মাহফুজুর রহমান রাব্বির কণ্ঠে শোনা গেছে আত্মবিশ্বাস আর প্রত্যয়ের কথা। আগের ম্যাচের দুর্বলতা চিহ্নিত করে এ ম্যাচে ব্যাটিং-বোলিংয়ে উন্নতির পরিকল্পনা রয়েছে তার দলের।

গ্রুপ এ’তে ২ ম্যাচে ২ পয়েন্ট বাংলাদেশের। অন্যদিকে ভারত আগের ম্যাচে বাংলাদেশকে হারানোর পর আয়ারল্যান্ডকে উড়িয়ে দিয়েছে ২০১ রানে। পয়েন্ট টেবিলের শীর্ষে আছে রোহিত-কোহলিদের উত্তরসূরীরা। আয়ারল্যান্ড একটি ম্যাচ জিতেছে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে। আর মার্কিনীরা এখনো জয়ের মুখ দেখিনি।

নতুন নিয়মে এবার দ্বিতীয় রাউন্ড হবে সুপার সিক্স ফরমেটে। গ্রুপ‘এ’ ও ‘ডি’র ছয়টি দল খেলবে সুপার সিক্স গ্রুপ ওয়ানে। ‘বি’ ও ‘সি’ গ্রুপের দলগুলো লড়বে সুপার সিক্স গ্রুপ টু’তে। সুপার সিক্সের দুই গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল সুযোগ পাবে সেমিফাইনালে খেলার।

আরও পড়ুন: চায়ের দেশে শুরু হচ্ছে বিপিএল, প্রথমদিনেই রয়েছে দুটি ম্যাচ

ক্রিফোস্পোর্টস/২৫জানুয়ারি২৪/এজে

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট