লিভারপুলের ইতিহাসে সবচেয়ে সফল ম্যানেজারদের একজন ইয়ুর্গেন ক্লপ। দীর্ঘ ত্রিশ বছর পর লিভারপুলকে প্রিমিয়ার লিগ শিরোপা জেতানোর পাশাপাশি চ্যাম্পিয়নস লিগ, এফএ কাপসহ বিভিন্ন শিরোপা জেতানো এই জার্মান মাস্টারমাইন্ডের লিভারপুল অধ্যায় শেষ হতে চলছে।
চলতি মৌসুম শেষে লিভারপুলের ম্যানেজার হিসেবে পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন ইয়ুর্গেন ক্লপ। লিভারপুলের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত এক ভিডিও বার্তায় এ ঘোষণা দিয়েছেন এলিসন-সালহদের কোচ।
ভিডিও বার্তায় ক্লপ বলেন, ‘চলতি মৌসুম শেষেই আমি ক্লাব ছাড়তে চাচ্ছি। আমি গত নভেম্বরেই ক্লাবকে আমার পদত্যাগের ব্যাপারে জানিয়ে রেখেছিলাম। আমি এই ক্লাব, ক্লাবের সমর্থক, এই শহর, দল, স্টাফ সব কিছুই অনেক ভালোবাসি। ’
ক্লাব ছাড়ার কারণ হিসেবে ক্লপ বলেন, ‘বিষয়টা কীভাবে বুঝাব? আমার শক্তি-সামর্থ ফুরিয়ে আসছে। আসলে একদিন না একদিন আমাকে এই সিদ্ধান্ত নিতেই হতো। আমার পক্ষে এখন আর এই কাজটা চালিয়ে নেয়া সম্ভব হচ্ছেনা। এটাই বিদায় নেয়ার উপযুক্ত সময়।’
২০১৫ সালের অক্টোবরে লিভারপুলের দায়িত্ব নেন ক্লপ। দায়িত্ব নিয়েই দলকে একের পর এক সাফল্য এনে দিয়েছেন জার্মান এই মাস্টারমাইন্ড। অলরেডদের হয়ে ৪৬৫ টি ম্যাচে দায়িত্ব পালন করেছেন ক্লপ। এর মধ্যে ২৮৯ ম্যাচে জয়, ৯৫ ম্যাচে ড্র এবং ৮১ ম্যাচে হেরেছে এলিসন-সালহরা।
লিভারপুল ক্লপের অধীনে ১টি করে প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়নস লিগ, এফএ কাপ, উয়েফা সুপার কাপ, ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ, কমিউনিটি শিল্ড, কারাবাও কাপ ও প্রিমিয়ার লিগ এশিয়া ট্রফি জিতেছে।
আরও পড়ুন: স্কালোনিই থাকছেন আর্জেন্টিনার কোচ? যা জানা গেল
ক্রিফোস্পোর্টস/২৬জানুয়ারি২৪/এমটি