ভারত বনাম ইংল্যান্ডের পাঁচ ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে আজ চলছে তৃতীয় দিনের খেলা। ৩ উইকেট হাতে নিয়ে খেলতে নেমে এদিন আর পনেরো রান যোগ করতেই ভারতের ইনিংস থামে ৪৩৬ রানে। ইংল্যান্ডের বিপক্ষে এত বড় সংগ্রহের পরেও ভারতের আফসোস থাকতে পারে কোন ব্যাটার শতক না পাওয়ায়।
গত ২৫ জানুয়ারি হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু হয় প্রথম টেস্ট। ম্যাচে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ইংলিশ। তবে ভারতের স্পিন ঘূর্ণিতে ২৪৬ রানে গুটিয়ে যায় ইংল্যান্ডের প্রথম ইনিংস। জবাবে ৪৩৬ রানের বিশাল সংগ্রহ করে ১৯০ রানের লিড পায় ভারত।
ভারতের এই বড় সংগ্রহের পথে প্রথম সাত ব্যাটারের সকলেই পেয়েছেন বিশ-ঊর্ধ্ব রানের দেখা। যার মধ্যে রয়েছে তিন ক্রিকেটার যারা করেছেন অর্ধশতক। তাদের সকলেরই ইনিংস থেমেছে শতকের কাছাকাছি গিয়ে। তবে কেউই পূর্ণ করতে পারেননি নিজেদের সেঞ্চুরি।
ছয় নম্বরে ব্যাট করতে নেমে ভারতের হয়ে সর্বোচ্চ ৮৭ রান করেছেন রবীন্দ্র জাদেজা। ১৮০ বল খেলে এই ইনিংসে তিনি হাকিয়েছেন ৭ চার এবং ২ ছক্কার মার। দ্বিতীয় সর্বোচ্চ ৮৬ রান করেন লোকেশ রাহুল। ১২৩ বলে খেলা তার ধৈর্যশীল ইনিংসে রয়েছে ৮টি বাউন্ডারি এবং ২টি ওভার বাউন্ডারির মার।
তবে প্রথম দিনের শেষ সেশনে আগ্রাসী ব্যাটিং করে ইংলিশ শিবিরে কাপন ধরিয়েছিলেন যশস্বী জয়সওয়াল। দ্বিতীয় দিনের শুরুতেও মারমুখি হওয়ার চেষ্টা করেন তিনি। তবে দিনের চতুর্থ বলেই নিজের উইকেট বিলিয়ে দেন জয়সওয়াল। ১০ চার এবং ৩ ছক্কায় খেলেছেন ৭৪ বলে ৮০ রানের একটি দুর্দান্ত ইনিংস।
এদিকে শতরান হাতছাড়া হলেও আক্ষেপ নেই এই তরুণ ওপেনারের এমনটাই জানিয়েছেন মাঠ ছাড়ার পর, ‘শতরান করতে পারলে নিশ্চয়ই ভাল লাগত। কিন্তু আমি ইতিবাচক ভাবে ইনিংস সাজাতে চেয়েছিলাম। কখনও সেটা কার্যকরী হয়। আবার কখনও হয় না। তবে শতরান হাতছাড়া করার আক্ষেপ খুব একটা নেই।’
এর আগে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ভারতের স্পিন অ্যাটাকে ঘায়েল হয়েছিল ইংলিশরা। ভারতের তিন স্পিনার যৌথভাবে শিকার করেছে ইংল্যান্ডের ৮ উইকেট। তিনটি করে উইকেট তুলে নিয়েছিলেন রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজা। দুটি উইকেট পেয়েছেন অক্ষর পাটেল। বাকি দুই উইকেট তুলে নেন পেসার জসপ্রীত বুমরাহ।
প্রথম ইনিংসে ইংলিশদের মধ্যে একমাত্র ফিফটির দেখা পান অধিনায়ক বেন স্টোকস। দলের হয়ে সর্বোচ্চ ৭০ রান করে আউট হন বুমরাহর বলে। দ্বিতীয় সর্বোচ্চ ৩৭ রান করেন জনি বেয়ারস্ট। তৃতীয় দিনের শুরুতে দ্রুত ভারতের সব কটি উইকেট তুলে নিয়ে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেছে ইংল্যান্ড।
দ্বিতীয় ইনিংসে ওয়ানডে মেজাজে খেলা চালিয়ে যাচ্ছে ইংলিশরা। দলীয় ৪৫ রানে ওপেনার জ্যাক ক্রাউলি ব্যক্তিগত ৩৩ রান করে সাজঘরে ফিরলেও তৃতীয় উইকেটে ওল্লি পোপেকে নিয়ে অর্ধশত রানের জুটি বেধেছেন আরেক ওপেনার বেন ডাকেট। তবে দলীয় ১১৩ রানের ফিরে গেছেন তিনি ব্যক্তিগত ৪৭ রান করে।
শেষ তথ্য পাওয়া পর্যন্ত দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের সংগ্রহ ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ১১৫ রান। ভারত এখনও এগিয়ে আছে ৭৫ রানে।
আরও পড়ুন: শেষ উইকেটে আফগানদের হারিয়ে সুপার সিক্স নিশ্চিত করল নেপাল
ক্রিফোস্পোর্টস/২৭জানুয়ারি২৪/এফএএস