লাস পালমাসের বিপক্ষে শনিবার রাতের ম্যাচটা এতটা কঠিন হবে সেটা হয়তো ভাবতেও পারেনি রিয়াল মাদ্রিদ। দ্বিতীয় আর্ধের শুরুতে পিছিয়ে পড়েও রোমাঞ্চ ছড়ানো ম্যাচ থেকে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে কার্লো আনচেলত্তির শিষ্যরা।
গতকাল শনিবার (২৭ জানুয়ারি) রাতে লাস পালমাসের ঘরের মাঠ গ্রান ক্যানারিয়ায় প্রতিপক্ষকে ২-১ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। পিছিয়ে পড়ে রিয়ালের হয়ে প্রথম গোল করে ভিনিসিয়াস জুনিয়র। এরপর জয়সূচক গোলটি করেছেন চুয়েমনি।
এদিন ম্যাচের শুরু থেকেই রিয়াল মাদ্রিদকে রীতিমতো চাপে রাখে স্বাগতিক লাস পালমাস। আক্রমণ পাল্টা আক্রমণে চলতে থাকে ম্যাচ। এদিকে নিজের পঞ্চম হলুদ কার্ড দেখে এই ম্যাচে খেলতে না পারা জুড বেলিংহামের অভাব এমন গভীর ভাবে চোখে পড়বে হয়তো ভাবেননি আনচেলত্তি।
প্রথমার্ধে একাধিক সুযোগ তৈরি করেও সফলতা পায়নি কোন দল। গোল শূন্য ব্যবধানে শেষ হয় প্রথমার্ধের খেলা। দ্বিতীয় আর্ধের শুরু থেকেই আক্রমণ চালিয়ে যায় লাস পালমাস। ফলাফলও পেয়ে যায় তারা ম্যাচের ৫৩ তম মিনিটে। সতীর্থের লম্বা করে বাড়িয়ে দেওয়া বল ডি বক্সের ডান পার্শে পেয়ে যান সানদ্রো।
সেখান থেকে এক ডিফেন্ডারকে কাটিয়ে বল বাড়িয়ে দেন বক্সের মধ্যে। দুই ফুটবলারের মাঝ দিয়ে বল পেয়ে ডান পায়ের প্রথম চেষ্টায় বল জালে জড়ান জাভিয়ের মুনোজ। পিছিয়ে পড়ে ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে রিয়াল মাদ্রিদ। পাঁচ মিনিট বাদেই একটা গোল পেয়ে গিয়েছিল রিয়াল, তবে সেটা কাটা পড়ে অফ সাইডে।
তবে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি আনচেলত্তির শিষ্যদের। ভিনিসিয়াস জুনিয়ারের হাত ধরে ম্যাচের ৬৫ মিনিটে সমতা পায় রিয়াল। ডিফেন্ডারদের মাথার ওপর দিয়ে বাড়ানো বল বক্সের মধ্যে পেয়ে যান ভিনিসিয়াস। কোন ভুল না করে দুর্দান্ত ফিনিশিংয়ে বল জড়ান জালে।
তবে সমতায় থেকে ম্যাচ শেষ হওয়ার শঙ্কা জাগলে ম্যাচের ফল পাওয়ার জন্য একাধিক পরিবর্তন করান আনচেলত্তি। মূল সময়ের দশ মিনিট আগে মাঠে প্রবেশ করে ৮৪ মিনিটে কর্নার থেকে গোল করে দলকে পূর্ণ তিন পয়েন্ট এনে দেন চুয়েমনি। ম্যাচে আর কোন গোল না হলে শেষ পর্যন্ত ২-১ গোলে লাস পালমাসকে পরাজিত করে রিয়াল মাদ্রিদ।
এই জয়ে লা লিগার পয়েন্ট তালিকায় ২১ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে রিয়াল মাদ্রিদ। সমান ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে পরের অবস্থানে জিরোনা। এক ম্যাচ বেশি খেলে ৩১ পয়েন্ট নিয়ে নয় নম্বরে অবস্থান করছে লাস পালমাস।
আরও পড়ুন: টানা দ্বিতীয়বার অস্ট্রেলিয়ান ওপেনের রানী সাবালেঙ্কা
ক্রিফোস্পোর্টস/২৮জানুয়ারি২৪/এফএএস