লিগ-১ এর ম্যাচে গত রাতে পিএসজিকে রুখে দিয়েছে ব্রেস্ট। প্রথমার্ধেই দুই গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত পূর্ণ তিন পয়েন্ট পেতে ব্যর্থ হয়েছে এমবাপ্পেরা। ঘরের মাঠে ব্রেস্টের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে পিএসজি। এতে করে পাঁচ ম্যাচ পর জয় বঞ্চিত হল ফরাসি জায়ান্টরা।
গতকাল রোববার দিবাগত রাতে পার্ক দেস প্রিন্সেস স্টেডিয়ামে পিএসজির মুখোমুখি হয় ব্রেস্ট। প্রথমার্ধে দুই গোল করে এগিয়ে যায় পিএসজি। দ্বিতীয় আর্ধে দুই গোল শোধ দিয়ে সমতায় ফেরে ব্রেস্ট। ম্যাচের যোগ করা সময়ে দুটি হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় পিএসজি ফরওয়ার্ড ব্র্যাডলি বারকোলাকে।
ঘরের মাঠে শুরু থেকেই আক্রমণে ওঠে পিএসজি। তবে প্রথম থেকেই লড়াইয়ের আভাস দিয়ে আসছিল ব্রেস্ট। মাঝে মধ্যেই পাল্টা আক্রমণে ভয় ধরাচ্ছিল পিএসজির রক্ষণে। তবে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি লুইস এনরিকের শিষ্যদের। ম্যাচের ৩৮ তম মিনিটে মার্কো এসেন্সিওর গোলে লিড পায় পিএসজি।
ডি বক্সের ঠিক বাইরে থেকে দুই ডিফেন্ডারের মাথার উপর দিয়ে বল বক্সের মধ্যে বাড়িয়ে দেন বারকোলা। ফাঁকায় বল পেয়ে প্রথম চেষ্টায় গোলকিপারকে প্রতিহত করতে সক্ষম হন মার্কো। প্রথমার্ধের শেষ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন কোলো মুয়ানি। সতীর্থের শট গোলকিপার রুখে দিলে ফিরতি বল জালে জড়ান তিনি।
দুই গোলে পিছিয়ে থেকেও মনোবল হারায়নি ব্রেস্টের ফুটবলাররা। ম্যাচের ৫৫ তম মিনিটে মাহদী কামারার গোলে ব্যবধান কমায় ব্রেস্ট। বক্সের মধ্যে জটলা থেকে বল পেয়ে আলতো করে পোস্টে বাড়ান কামারা। তবে প্রতিপক্ষ ফুটবলারের শরীরে লেগে বল তার গতিপথ পরিবর্তন করলে তা রুখতে ব্যর্থ হন পিএসজি গোলরক্ষক।
গোল খেয়ে ফের আক্রমণে ওঠে এমবাপ্পেরা। তবে ব্রেস্টের কঠিন রক্ষণ ভাঙতে বার বার ব্যর্থ হয় পিএসজি। উল্টো ম্যাচের ৮০ তম মিনিটে মাথাইস পেরেইরার গোল থেকে সমতায় ফেরে ব্রেস্ট। মাঠের বা প্রান্ত দিয়ে বক্সে ঢুকে এক ডিফেন্ডারের দু পায়ের মাঝ দিয়ে সতীর্থের বাড়ানো বল বাঁ পায়ের ব্যাক ফ্লিপে জালে জড়ান পেরেইরা।
দ্বিতীয় গোল খেয়ে লিড পেতে মরিয়া হয়ে ওঠে পিএসজি। তবে শেষ পর্যন্ত ম্যাচে আর কোন গোল না হলে ২-২ সমতায় থেকে মাঠ ছাড়ে উভয় দল। এই ড্র থেকে এখনও নিজেদের খেলা ১৯ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে লিগ ওয়ানের শীর্ষে রয়েছে পিএসজি। সমান ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে তিন নম্বরে ব্রেস্ট।
আরও পড়ুন: ধারাবাহিক ব্যর্থতায় বার্সেলোনা ছাড়ার ঘোষণা দিলেন কোচ জাভি হার্নান্দেজ
ক্রিফোস্পোর্টস/২৯জানুয়ারি২৪/এফএএস