ম্যাচ জিততে শেষ ৬ বলে শ্রীলংকা অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দলের প্রয়োজন ৯ রান। বল হাতে জান্নাতুল মাওয়ার করা প্রথম বলটি ‘নো’ ডাকা হলে সেখান থেকে মোট ৩ রান নেয় লংকান মেয়েরা। ফ্রি হিটের বল থেকে নেয় ২ রান। অর্থাৎ একটি বৈধ বলের বিনিময়ে ততক্ষণে ৫ রান খরচায় ব্যাকফুটে চলে গেছে বাংলাদেশ। সেখান থেকে বাকি ৫ বলে ২ রানের বিনিময়ে ২ উইকেট তুলে নিয়ে বাংলাদেশকে ১ রানে ম্যাচটি জিতিয়েছে জান্নাতুল মাওয়া।
এর আগে টানা দুই ম্যাচ জিতে ত্রিদেশীয় সিরিজটিতে এক পা দিয়েই রেখেছিল যুব টাইগ্রেসরা। আজকে শেষ ওভারের রোমাঞ্চে শ্রীলংকাকে হারিয়ে টানা তৃতীয় জয় তুলে নিল স্বাগতিকেরা। সাথে নিশ্চিত করলো ত্রিদেশীয় সিরিজের ফাইনাল।
আজ (রবিবার) কক্সবাজারের নয়নাভিরাম শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১১৪ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করায় স্বাগতিকরা। দলের হয়ে রাবেয়া সর্বোচ্চ ৫০ রানের একটি ইনিংস খেলেন। জবাবে ২০ ওভারে ৫ উইকেট খুইয়ে ১১৩ রানে থামে লংকানদের ইনিংস।
চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়া করতে নেমে উদ্বোধনী জুটিতেই ৫৬ রান তুলে ফেলে সফরকারীরা। তবে দু’জনের কেউই ব্যক্তিগত ইনিংস বেশি লম্বা করতে পারেননি। নেথপি পোর্না ২৭ রান করে সাজঘরে ফেরেন এবং আরেক ওপেনার দেওমি বিহাঙ্গার ব্যাট থেকে আসে ৩০ রান। তিন নম্বরে নামা বিসমি গুনারত্নে ২৯ বলে ২৬ রান করেছেন। তবে এরপর আর কোন ব্যাটারই সুবিধা করতে পারেননি। ফলে জয়ের বন্দরের কাছে গিয়েও আর নোঙর করতে পারেনি শ্রীলংকা। অন্য দিকে এ নিয়ে সিরিজে টানা তৃতীয় জয় তুলে নিল যুব টাইগ্রিসরা।
প্রথম ইনিংসে ব্যাট হাতে শুরুতে বাংলাদেশও হোঁচট খেয়ে বসে। ২৮ রান তুলতেই টপ অর্ডারের ৪ উইকেট হারিয়ে খাবি খেতে থাকা বাংলাদেশের হাল ধরেন রাবেয়া ও আফিয়া আদমা ইরা। রাবেয়ার অপরাজিত ৫০ ও আফিয়ার ৩১ রানের কল্যাণেই লড়াই করার মত পুঁজি পেয়েছিল বাংলাদেশ।
আরও পড়ুন: রিয়াল মাদ্রিদ যেন বার্সেলোনার নাগালের বাইরেই চলে যাচ্ছে!
ক্রিফোস্পোর্টস/২৮ জানুয়ারি ২৪/এমএ