অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের চলতি আসর বসেছে দক্ষিণ আফ্রিকার মাটিতে। ইতোমধ্যেই গ্রুপ পর্বের বাধা টপকে বাংলাদেশ পৌছে গেছে সুপার সিক্সে। প্রতি গ্রুপ থেকে সেরা তিন দল করে মোট ১২ দল নিয়ে হবে সুপার সিক্সের খেলা। ৬ দল করে দুটি আলাদা গ্রুপে ভাগ করে চলবে সুপার সিক্স পর্ব। যেখানে বাংলাদেশ রয়েছে গ্রুপ-১ এ।
গ্রুপ ‘এ’ এবং গ্রুপ ‘ডি’ থেকে সেরা তিনটি দল নিয়ে গঠিত হয়েছে সুপার সিক্সের গ্রুপ-১ এবং অপর দুই গ্রুপের শীর্ষ তিন দল নিয়ে গঠিত হয়েছে গ্রুপ-২। বাংলাদেশ যেহেতু ‘এ’ গ্রুপের দ্বিতীয় অবস্থানে ছিল, তাই ‘ডি’ গ্রুপের দ্বিতীয় অবস্থানে থাকা নিউজিল্যান্ড বাদে বাকি দুই দল অর্থাৎ পাকিস্তান এবং নেপালের সঙ্গে খেলবে যুবা টাইগাররা।
এক নজরে সুপার সিক্সের সময়সূচী:
তারিখ | ম্যাচ | সময় |
৩০ জানুয়ারি | ভারত-নিউজিল্যান্ড | বেলা ২টা |
৩০ জানুয়ারি | শ্রীলঙ্কা-ওয়েস্ট ইন্ডিজ | বেলা ২টা |
৩০ জানুয়ারি | পাকিস্তান-আয়ারল্যান্ড | বেলা ২টা |
৩১ জানুয়ারি | বাংলাদেশ-নেপাল | বেলা ২টা |
৩১ জানুয়ারি | অস্ট্রেলিয়া-ইংল্যান্ড | বেলা ২টা |
৩১ জানুয়ারি | জিম্বাবুয়ে-দক্ষিণ আফ্রিকা | বেলা ২টা |
২ ফেব্রুয়ারি | ভারত-নেপাল | বেলা ২টা |
২ ফেব্রুয়ারি | অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ | বেলা ২টা |
২ ফেব্রুয়ারি | শ্রীলঙ্কা-দক্ষিণ আফ্রিকা | বেলা ২টা |
৩ ফেব্রুয়ারি | বাংলাদেশ-পাকিস্তান | বেলা ২টা |
৩ ফেব্রুয়ারি | নিউজিল্যান্ড-আয়ারল্যান্ড | বেলা ২টা |
৩ ফেব্রুয়ারি | জিম্বাবুয়ে-ইংল্যান্ড | বেলা ২টা |
আরও পড়ুন: সুপার সিক্সের অদ্ভুত নিয়ম, বাংলাদেশের জন্য কঠিন পরীক্ষা
ক্রিফোস্পোর্টস/২৯জানুয়ারি২৪/এফএএস