এক দিনের বিরতি দিয়ে ফের মাঠে গড়িয়েছে বিপিএল। গেল আসরের ফাইনালিস্ট সিলেট স্ট্রাইকার্স এই আসরে ছন্নছাড়া এখন পর্যন্ত হেরেছে নিজেদের সবকটি ম্যাচে। ঢাকার পর ঘরের মাঠে খেলতে এসেও আটকে রয়েছে ব্যর্থতার বৃত্তে। তাই ভাগ্য ফেরানোর লক্ষ্যেই আজ চট্টগ্রামের বিপক্ষে খেলবে মাশরাফি বাহিনী।
আজ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস টিতে আগে ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়েছেন সিলেট স্ট্রাইকার্সের অধিনায়ক মাশরাফি বিন মোর্ত্তজা। সিলেট স্ট্রাইকার্স এবং চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মধ্যকার ম্যাচটি শুরু হবে দুপুর ১টা ৩০ মিনিটে।
ঢাকা পর্বের প্রথম দফায় দুই ম্যাচে হারের পর সিলেটে এসেও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কাছে হারতে হয়েছিল সিলেটকে। টানা তিন ম্যাচে হেরে বিপিএল পয়েন্ট তালিকার তলানিতে রয়েছে দলটি। অন্যদিকে নিজেদের খেলা চার ম্যাচের তিনটিতে জিতে দুই নম্বরে অবস্থান করছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।
সিলেট স্ট্রাইকার্স: মাশরাফি মুর্তজা (অধিনায়ক),নাজমুল হোসেন শান্ত, ইয়াসির আলী, মোহাম্মদ মিঠুন (উইকেটকিপার), বেন কাটিং, জাকির হাসান, বেনি হাওয়েল, তানজিম হাসান সাকিব, নাজমুল ইসলাম, রিচার্ড এনগারাভা, দুশান হেমন্থ।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স: আভিষ্কা ফার্নান্দো, তানজিদ হাসান তামিম, শাহাদাত হোসেন দিপু, নাজিবউল্লাহ জাদরান, ইমরানউজ্জামান (উইকেটকিপার), শুভাগত হোম (অধিনায়ক), কুর্টিস ক্যাম্ফার, নিহাদুজ্জামান, শহিদুল ইসলাম, আল-আমিন হোসেন ও বিলাল খান।
আরও পড়ুন: সুপার সিক্সের অদ্ভুত নিয়ম, বাংলাদেশের জন্য কঠিন পরীক্ষা
ক্রিফোস্পোর্টস/২৯জানুয়ারি২৪/এফএএস