ভারতে সদ্য সমাপ্ত হওয়া ওয়ানডে বিশ্বকাপে চরমভাবে ব্যর্থ হয় বাংলাদেশ। এই ব্যর্থতার কারণ খুজতে অনেকদিন ধরেই তদন্ত চালাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) তদন্ত কমিটি। ইতোমধ্যে কোচ এবং বিভিন্ন ক্রিকেটারদের সঙ্গে কথা বলেছে তদন্ত কমিটি।
অনেকের সঙ্গে কথা হলেও বাকী ছিলেন বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক সাকিব আল হাসান এবং সাবেক অধিনায়ক তামিম ইকবাল। দু’জনের বিভিন্ন ব্যস্ততার কারণে তাদের সঙ্গে কথা বলার সুযোগ মেলেনি। তাই বিপিএল চলাকালেই আজ (সোমবার) এই দুই ক্রিকেটারের সঙ্গে কথা বলেছেন তদন্তের দায়িত্বে থাকা কর্মকর্তারা।
আজ সিলেটে দু’জনের সঙ্গে কথা শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছেন তদন্ত কমিটির প্রধান এনায়েত সিরাজ। দুই ক্রিকেটারের সঙ্গে কি কথা হয়েছে এমন প্রশ্নের জবাবে সিরাজ বলেন, ‘এটা মিডিয়াতে বলা সম্ভব না। কারণ এটা খুবই কনফিডেন্সিয়ালি ডিল হয়েছে। পরবর্তীতে আপনারা জানতে পারবেন, একসঙ্গে দেখতেও পারবেন, জনগণও দেখতে পারবে। (সাকিব-তামিম) দুই জনের সঙ্গেই আলাদাভাবে কথা বলেছি।’
সাকিব-তামিমের সঙ্গে আলোচনা কতটা ফলপ্রসু হয়েছে তা নিয়ে বিসিবির এই পরিচালক বলেন, ‘আমি মনে করি, আলোচনা গতিশীল ছিল। ফলপ্রসূ হয়েছে কি না এখনই বলতে পারব না। দু’জনকে নিয়ে আলাদা আলাদা বসেছিলাম।আলোচনা গতিশীল হয়েছে। আমরা রিপোর্ট বোর্ডে জমা দিয়ে দেব। বাকীটা বোর্ড মিটিংয়ে জানা যাবে৷’
সাকিব-তামিমের মধ্যকার দ্বন্দ্ব সমাধানযোগ্য কিনা সে বিষয়ে সিরাজ বলেন, সব কিছুই সমাধানযোগ্য। যদি সমাধান করার ইচ্ছা থাকে এবং সমাধান করতে জানেন।
সাকিব-তামিমদের ব্যক্তিগত বিষয় ছাড়াও ক্রিকেটের অন্যান্য বিষয়ে তাদের সঙ্গে কথা বলেছেন এই কর্মকর্তারা।
আরও পড়ুন: সিলেটকে হারিয়ে শীর্ষে চট্টগ্রাম, মাশরাফিদের টানা চতুর্থ হার
ক্রিফোস্পোর্টস/২৯জানুয়ারি২৪/এমটি