Connect with us
ফুটবল

জাভি হার্নান্দেজ: দেয়ালে পিঠ ঠেকে গেলে যা হয়

xavi hernandez
জাভি হার্নান্দেজ। ছবি- সংগৃহীত

বার্সার ডাগআউট যে ছেড়ে দিবেন তা অনেকটাই অনুমেয় ছিল। একের পর এক হারে দেয়ালে পিঠ ঠেকে যাওয়ায় বার্সাকে বিদায় বলে দেওয়া ছিল সময়ের ব্যাপার৷ সময়টা আরো ঘনিয়ে আনলেন জাভি হার্নান্দেজ৷ সম্প্রতি লা-লিগায় ভিয়ারিয়ালের বিপক্ষে হেরে বার্সাকে বিদায় বলে দিয়েছেন জাভি৷ চলতি মৌসুম শেষে নূ-ক্যাম্প ছেড়ে দিবেন তিনি৷

অবশ্য এর আগেই বার্সা ছেড়ে দেওয়ার মঞ্চ তৈরি ছিল৷ এবার শুধু গল্পের মঞ্চায়ন দেখলো বার্সা সমর্থকরা৷ সান মামেসে কোপা দেল রে’র কোয়ার্টার ফাইনালে অ্যাথলেটিক বিলবায়ের কাছে ৪-২ গোলে হার ও স্প্যানিশ সুপার কাপে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়ালের বিপক্ষে ৪ গোল হজমের পর বার্সার ডাগআউট ছেড়ে দেওয়া ছিল সময়ের ব্যাপার৷ জাভির অধীনে দুইবার রিয়াল মাদ্রিদের কাছে ৪ গোল হজম করেছে বার্সা। শেষবার কাতালুনিয়ারা এমন দৃশ্য দেখেছিল ফ্রাঙ্ক রাইকার্ডের অধীনে ২০০৫ ও ২০০৮ সালে৷

চলতি মৌসুমে লা-লিগায়ও নড়বড়ে বার্সেলোনা৷ লীগ টাইটেলের দৌঁড়ে বেশ পিছিয়ে রয়েছে দলটি৷ শীর্ষে থাকা রিয়ালের চেয়ে ১০ পয়েন্ট ও জিরোনার চেয়েও অনেক পিছিয়ে আছে বার্সা৷ ফলে টিকে রইলো কেবল চ্যাম্পিয়ন্স লীগ!

অথচ বার্সার পুনঃজন্মের আশা নিয়ে ভালভার্দেকে সরিয়ে ডাকা হয়েছিল জাভি হার্নান্দেজকে৷ ছোট বেলা থেকে ধ্যানে-জ্ঞানে বার্সার প্রতিনিধিত্বকারী এই মিডফিল্ডারের হাত ধরে এগিয়ে যাবে বার্সা–এমনটাই ছিল সমর্থকদের স্বপ্ন। সেই স্বপ্ন জয়ের প্রথম পদক্ষেপ হিসেবে ২০২১ সালের নভেম্বরে বার্সেলোনার দায়িত্ব নিয়েছিলেন জাভি হার্নান্দেজ।

xavi hernandez

বার্সার ডাগআউটে জাভি। ছবি- সংগৃহীত 

শুরুটা ভালোই করেছিলেন জাভি। গত মৌসুমে বার্সাকে জিতিয়েছেন লা-লিগা শিরোপা। একই মৌসুমে জাভির অধীনে রিয়াল মাদ্রিদকে ৩-১ গোলে হারিয়ে শিরোপা স্প্যানিশ সুপার কাপের শিরোপা জেতে জাভির বার্সেলোনা। কিন্তু দিন বদলে গেলো চোখের পলকেই। মাত্র দুই সিজনেই বার্সার ডাগআউটকে বিদায় বলে দিলেন তিনি৷

বার্সায় যা জিতলেন

জাভির অধীনে এখন পর্যন্ত বার্সা খেলেছে ১২৫ ম্যাচ৷ এর মধ্যে জয় রয়েছে ৭৫ ম্যাচে, ড্র ২১ ম্যাচে ও হেরেছে ২৬ ম্যাচে৷ বার্সায় জাভির ম্যাচ জয়ের হার ৬১.৬৯ শতাংশ৷

লা-লীগা- ২০২২-২৩ মৌসুম
স্প্যানিশ সুপার কাপ- ২০২২-২৩ মৌসুম

জাভি পরবর্তী কে হতে যাচ্ছেন বার্সার কোচ?

দ্য অ্যাথলেটিকের বরাতে জানা যায়, বার্সায় জাভির উত্তরসূরী হিসেবে সাবেক বার্সেলোনা ও মেক্সিকান ডিফেন্ডার রাফায়েল মারকুয়েজের নাম শোনা যাচ্ছে। এছাড়া ম্যানচেস্টার সিটির পেপ গার্দিওলার দিকেও নজর রয়েছে বার্সার বোর্ডের৷

আরও পড়ুন: ভিএআর: প্রযুক্তির ছোঁয়ায় ফুটবল 

ক্রিফোস্পোর্টস/২৯জানুয়ারি২৪/টিএইচ/এমটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল