Connect with us
ফুটবল

জাভি হার্নান্দেজ: নিভৃত যতনে, হৃদয়ের মনিকোঠায়

Xavi Hernandez
জাভির বার্সায় শুরুটা স্বপ্নের মতো হলেও, শেষটা হতে যাচ্ছে দুস্বপ্নের মতো। ছবি- সংগৃহীত

‘ভালোবেসে, সখী, নিভৃতে যতনে আমার নামটি লিখো– তোমার মনের মন্দিরে।’ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এই গানের মতোই খেলোয়াড়ি জীবনে বার্সা সমর্থকদের হৃদয়ের মনিকোঠায় স্থান করে নিয়েছে জাভি হার্নান্দেজ। কখনো মাঝ মাঠ থেকে প্রতিপক্ষের ডিফেন্ডারকে ধোঁকা দিয়ে বলকে আলতো করে পাঠিয়ে দেন ফরওয়ার্ডের দিকে, আবার কখনো খানিকটা নিচে নেমে হাল ধরেন ডিফেন্সের৷ যেন পুরোদস্তুর মাঝ মাঠের শিল্পী, যার তুলির আঁচড়ে তৈরি হয় নান্দনিক চিত্রকর্ম৷ সতীর্থ আন্দ্রেস ইনিয়েস্তাকে নিয়ে গড়ে তুলেছিলেন সমকালীন অন্যতম সেরা মিডফিল্ড। দীর্ঘ ক্যারিয়ারে অর্জনের পাল্লাও কম নয়৷ বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স লীগ, লা-লিগা থেকে শুরু করে স্বীকৃত প্রায় সব ট্রফিই জিতেছেন জাভি৷

ছোটবেলা থেকেই ধ্যানে-জ্ঞানে ফুটবলে ছিলেন আসক্ত৷ মাত্র ১১ বছর বয়সেই বার্সার যুবদলে ডাক পড়ে যায় জাভির৷ বার্সেলোনা ‘বি’ দলের হয়ে তিন মৌসুমে ৬১ ম্যাচে রয়েছে ৩ গোল৷ গোল সংখ্যা কম হলেও নিজের প্রতিভার ছাপ রেখেছিলেন মাঠের খেলায়৷ ফলে ১৮ বছর বয়সেই কাতালানদের জার্সিতে মাঠে নামেন জাভি৷ এরপরের গল্প তো আস্ত এক ইতিহাস৷ বার্সার হয়ে কাটিয়েছেন জীবনের সতেরোটি বসন্ত৷ সবধরনের প্রতিযোগিতা মিলিয়ে বার্সার হয়ে ৭৬৭ ম্যাচে গোল করেছেন ৫৭টি, তাঁর পা থেকে এসিস্ট এসেছে ১৮৫টি৷

১৮ বছর বয়সেই কাতালানদের জার্সিতে মাঠে নেমে কাটিয়েছেন ১৭ টি মৌসুম। ছবি- সংগৃহীত  

ক্যারিয়ারের গৌধূলি বেলায় বার্সার পাঠ চুকিয়ে বেশ কয়েক মৌসুম কাটিয়েছেন কাতারে৷ কাতারী ক্লাব আল-সাদের হয়ে চার মৌসুমে গোল করেছেন ২৫টি৷ অবশ্য শুধু গোল, এসিস্ট দিয়ে জাভি হার্নান্দেজের মাঠের কারুকাজ মাপা যায় না৷ ক্যারিয়ারের প্রায় পুরোটা সময় জুড়ে মাঝ মাঠে রেখেছেন দারুণ প্রভাব৷ কৌশল, অভিজ্ঞতার মিশেলে বার্সার মাঝমাঠকে সবসময় রেখেছেন প্রাণবন্ত।

খেলোয়াড় হিসেবে জাভি’র অর্জনের খাতা

ফিফা বিশ্বকাপ-১টি

চ্যাম্পিয়ন্স লীগ-৪টি

লা-লিগা- ৯টি

উয়েফা সুপার কাপ- ২টি

ফিফা ক্লাব বিশ্বকাপ- ২টি

কোপা দেল রে’র- ৩টি

স্পেনিস সুপার কাপ-১টি

কোচ হিসেবে জাভি

কাতারের আল-সাদে চার মৌসুম কাটানোর পর একই ক্লাবে কোচিংয়ের দায়িত্ব পালন করেন ৩ বছর৷ এরপর ২০২১ সালের নভেম্বরে বার্সার কোচের দায়িত্ব পান তিনি৷

শুরুটা ভালোই করেছিলেন। গত মৌসুমে বার্সাকে জিতিয়েছেন লা-লিগা শিরোপা। একই মৌসুমে জাভির অধীনে রিয়াল মাদ্রিদকে ৩-১ গোলে হারিয়ে স্প্যানিশ সুপার কাপের শিরোপা জেতে জাভির বার্সেলোনা। কিন্তু দিন বদলে গেল চোখের পলকেই।

ডাগআউট থেকে রবার্ট লেভানডফস্কিকে নির্দেশনা দিচ্ছেন কোচ জাভি। ছবি- সংগৃহীত 

উড়ন্ত সূচনার পর দেয়ালে পিঠ ঠেকে গেল জাভির৷ সম্প্রতি বার্সেলোনার একের পর এক ব্যর্থতার কারণে বার্সার ডাগআউটকে বিদায় বলে দিয়েছেন জাভি। ফলে শুরুটা স্বপ্নের মতো হলেও, শেষটা হয়েছে দুস্বপ্নের মতো।

কোচ হিসেবে জাভি’র অর্জনের খাতা

জাভির অধীনে এখন পর্যন্ত বার্সা খেলেছে ১২৫ ম্যাচ৷ এর মধ্যে জয় রয়েছে ৭৫ ম্যাচে, ড্র ২১ ম্যাচে ও হেরেছে ২৬ ম্যাচে৷ বার্সায় জাভির ম্যাচ জয়ের হার ৬১.৬৯ শতাংশ৷

লা-লীগা- ২০২২-২৩ মৌসুম

স্প্যানিশ সুপার কাপ- ২০২২-২৩ মৌসুম

আরও পড়ুন: জাভি হার্নান্দেজ: দেয়ালে পিঠ ঠেকে গেলে যা হয় 

ক্রিফোস্পোর্টস/২৯জানুয়ারি২৪/টিএইচ/এমটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল