Connect with us
ফুটবল

এশিয়া সফরে আসছে মেসি-ডি মারিয়ারা

Argentina Football
মার্চে চীন সফরে আসবে আর্জেন্টিনা। ছবি- সংগৃহীত

অবশেষে নতুন বছরে ফিফা উইন্ডোর ম্যাচে প্রতিপক্ষ ও ভেন্যু নির্ধারণ করেছে আর্জেন্টিনা। কোপা আমেরিকার আগে নিজেদের ঝালিয়ে নিতে আগামী মার্চেই এশিয়া সফরে আসছে বিশ্বচ্যাম্পিয়নরা।

এশিয়ার দেশ চীন সফরে আসবে মেসি-ডি মারিয়ারা। চীনের ফুটবল চাহিদা ও উন্মাদনার কথা বিবেচনা করেই এই সফরে আসছে লে আলবিসেলেস্তেরা।

অবশ্য এশিয়া সফরে আসলেও এশিয়ার কোন দেশের বিপক্ষে খেলবে না আর্জেন্টিনা। আফ্রিকার দুই শক্তিশালী দল নাইজেরিয়া ও আইবরি কস্টের বিপক্ষে দু’টি ম্যাচ খেলবে তারা। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) তাদের অফিশিয়াল ফেসবুক পেইজে এই তথ্যটি নিশ্চিত করেছে।

ম্যাচগুলো অনুষ্ঠিত হবে চীনের হাংজুর অলিম্পিক স্পোর্টস সেন্টার স্টেডিয়ামে। ম্যাচের পূর্নাঙ্গ সূচি এখনো নির্ধারিত হয়নি। এএফএ জানিয়েছে, ম্যাচগুলো ১৮ থেকে ২৬ মার্চের মধ্যে অনুষ্ঠিত হবে।

অবশ্য চীনের সঙ্গে একটি ম্যাচ খেলার কথা থাকলেও সিঙ্গাপুরের সঙ্গে চীনের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ থাকায় তা হচ্ছে না।

আরও পড়ুন: মেসি-সুয়ারেজের মায়ামির জালে চার গোল দিল আল হিলাল 

ক্রিফোস্পোর্টস/৩০জানুয়ারি২৪/এমটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল