Connect with us
ক্রিকেট

অবশেষে ভারতের জাতীয় দলে ডাক পেলেন সরফরাজ খান

Sarfaraz Khan
সরফরাজ খান। ছবি- সংগৃহীত

ভারতীয় জাতীয় দল থেকে সুসংবাদ পেলেন সরফরাজ খান। দীর্ঘ অপেক্ষার পর ভারতীয় টেস্ট দলে ডাক পেয়েছেন এই ডানহাতি ব্যাটসম্যান। ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফরম্যান্স করেও জাতীয় দলে সুযোগ মেলেনি তার। চলমান ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ এবার সে সুযোগ করে দিয়েছে সরফরাজকে।

দ্বিতীয় টেস্টের আগে চোটের কারণে ভারতীয় দল থেকে ছিটকে গেছেন লোকেশ রাহুল ও রবীন্দ্র জাদেজা। এর ফলে দলে ডাক পেয়েছেন সরফরাজ খান।

সরফরাজের এ সুযোগ পাওয়াকে নির্বাচকদের দরজা ভেঙে ডুকে যাওয়ার মতো মনে করছেন ভারতীয় ক্রিকেট বিশ্লেষক ও ধারাভাষ্যকার হার্শা ভোগলে। সরফরাজ দলে ডাক পাওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ হার্শা লিখেছেন, সরফরাজ খান শুধু দরজায় কড়া নাড়েনি, দরজা ভেঙে দিয়েছেন। ’

এর আগে ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্স করেও জাতীয় দলে ডাক পাননি সরফরাজ। ঘরোয়া ক্রিকেটে ৬৬ ইনিংসে ৬৯.৮৫ গড়ে ৩৯১২ রান করেছেন এই ডানহাতি ব্যাটার।

জাতীয় দলে ডাক পেলেও একাদশে জায়গা এখনো নিশ্চিত নয় সরফরাজের। তার জন্য তাকিয়ে থাকতে হবে আগামী শুক্রবার (২ ফেব্রুয়ারি) ভারত-ইংল্যান্ডের দ্বিতীয় টেস্টের ওপর।

আরও পড়ুন: ‘একমাত্র স্টোকসই বিশ্বাস রেখেছিল যে ইংল্যান্ড ভারতকে হারাবে’ 

ক্রিফোস্পোর্টস/৩০জানুয়ারি২৪/এমটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট