গেল কাতার বিশ্বকাপে স্পেন, পর্তুগালের মত দলকে হারিয়ে প্রথমবারের মতো কোনো আফ্রিকান দেশ হিসেবে বিশ্ব আসরের সেমিফাইনালে উঠেছিল মরক্কো। তবে এবার অপেক্ষাকৃত দুর্বল দল দক্ষিণ আফ্রিকার কাছে হেরে কাপ অব নেশনসের শেষ ষোলো থেকেই বিদায় নিল আশরাফ হাকিমিরা।
বলিভিয়ার স্ট্যান্ড দে সান পেড্রো স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার কাছে ২-০ গোলে পরাজিত হয়েছে ফিফা র্যাঙ্কিংয়ে বর্তমান আফ্রিকান শীর্ষ দল মরক্কো। শেষ মুহূর্তে আশরাফ হাকিমি পেনাল্টি মিস করলে সমতায় ফেরার সুযোগ হারায় মরক্কো। এরপর যোগ করা সময়ে আরও একটি গোল হজম করে তারা।
ম্যাচের শুরু থেকেই আক্রমণ চালিয়ে যায় মরক্কো। দক্ষিণ আফ্রিকাও সুযোগ বুঝে পাল্টা আক্রমণ করতে থাকে। তবে প্রথম আর্ধে প্রতিপক্ষের রক্ষণ ভাঙতে পারেনি কোন দল। এতে করে গোলশূন্য ব্যবধানে শেষ হয় প্রথমার্ধের খেলা।
দ্বিতীয়ার্ধে ফের আক্রমণে ওঠে মরক্কো। তবে পাল্টা আক্রমণে ম্যাচের ৫৭ মিনিটে দক্ষিণ আফ্রিকাকে লিড এনে দেন এভিডেন্স মাকগোপা। জোয়েনের বাড়িয়ে দেওয়া বল মাকগোপা পেয়ে যান ডি বক্সের মধ্যে। কোনও ভুল না করে দারুন ফিনিশিংয়ে বল জড়ান জালে।
তবে ম্যাচের ৮৫ তম মিনিটে সমতায় ফেরার সুবর্ণ এক সুযোগ পেয়ে যায় মরক্কো। পেনাল্টি শটটি করেন দলের সবথেকে নির্ভরযোগ্য ফুটবলার আশরাফ হাকিমি। তবে চাপের মুহুর্তে দলের ত্রাতার ভূমিকা পালন করতে পারেননি তিনি। তার নেয়া পেনাল্টি প্রতিহত হয় গোল পোস্টে বাধা পেয়ে।
আশরাফ হাকিমির পেনাল্টি মিসের পর অনেকটাই নিশ্চিত হয়ে যায় কাপ অব নেশনস থেকে মরক্কোর বিদায়। তবে তখনও যেন শেষ হয়নি মরক্কোর ব্যর্থতার গান। ম্যাচের যোগ করা সময়ে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন মরক্কোর সোফিয়ান আমারবাতও।
সেই ফ্রি কিক থেকে সরাসরি গোল করেন তেবোহো মোকোয়েনা। ডি বক্সের বাঁ কোনার বাইরে থেকে নেয়া জোরালো শট রুখতে ব্যর্থ হন মরক্কান গোলকিপার। এতে করে ম্যাচে ফেরার সব আশা ফুরিয়ে যায় গত বিশ্বকাপের সেমি-ফাইনালিস্টদের।
এতে এরই মধ্যে ফিফা র্যাঙ্কিংয়ে আফ্রিকার সেরা ৫ দলের বিদায় নিশ্চিত হয়েছে কাপ অব নেশনস থেকে। আফ্রিকার সেরা দল মরক্কো (১৩) বাদেও শেষ ষোলো থেকে বিদায় নিয়েছে সেনেগাল (২০) ও মিশর (৩৩)। এছাড়াও গ্রুপ পর্ব থেকেই বিদায় হয়েছে তিউনেশিয়া (২৮) এবং আলজেরিয়ার (৩০)।
আরও পড়ুন: প্রাক-অলিম্পিক: চিলিকে হারিয়ে বাছাইয়ের চূড়ান্ত পর্বে আর্জেন্টিনা
ক্রিফোস্পোর্টস/৩১জানুয়ারি২৪/এফএএস