দীর্ঘ ৩৬ বছরের অপেক্ষা ঘুচল আলবিসেতস্তদের। কাতারে মেসির হাতে উঠল বিশ্বকাপের ট্রফি। আর্জেন্টিনা জিতলে তাদের তৃতীয় শিরোপা।
রবিবার রাতে কাতার বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হয় আর্জেন্টিনা ফ্রান্স। হাইভোল্টেজ এ ম্যাচে ছয়টি গোল হলেও ফলাফল আসে টাইব্রেকারে। ১২০ মিনিটের খেলায় দুদল একে অপরের জালে তিনটি করে বল জড়ায়।
এতে ৩-৩ গোলের সমতায় শেষ বাঁশি বাজলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। শেষ পর্যন্ত পেনাল্টি শুটআউটে ফ্রান্সকে ৪-২ গোলে হারায় মেসি-মার্টিনেজরা। এই জয়ে লিওনেল মেসির বিশ্বকাপ জয়ের স্বপ্ন পূরণ হলো।
আরও পড়ুন: প্লেয়ার্স বায়োগ্রাফি: মাশরাফি বিন মর্তুজা
তবে সবার আগ্রহ বিশ্বকাপ জিতে সোনালী ট্রফির পাশাপাশি কত টাকা পেল মেসির আর্জেন্টিনা? চ্যাম্পিয়ন দল হিসেবে ৪২ মিলিয়ন ইউএস ডলার বা বাংলাদেশি টাকায় প্রায় ৪৪০ কোটি টাকা পেয়েছেন মেসিরা। এছাড়া রানার্সআপ ফ্রান্স পেয়েছে ৩০ মিলিয়ন (৩১৬ কোটি টাকা)।
ক্রিফোস্পোর্টস/১৯ডিসেম্বর২২/এসএ