যুব বিশ্বকাপে টিকে থাকার লড়াইয়ে নেপালের বিপক্ষে টস হেরে বোলিংয়ে বাংলাদেশ। সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে সুপার সিক্সের এই ম্যাচে বাংলাদেশের কাছে জয়ের কোন বিকল্প নেই। বাংলাদেশ সময় দুপুর ২ টায় শুরু হয়েছে বাংলাদেশ ও নেপালের মধ্যকার ম্যাচটি।
আজ বুধবার (৩১ জানুয়ারি) কিম্বার্লির ডায়মন্ড ওভাল মাঠে নেপালের মুখোমুখি হয়েছে টাইগার যুবারা। এদিকে সুপার সিক্সের অদ্ভুত নিয়মের কারণে কোন ম্যাচ খেলার আগেই ইতোমধ্যে সেমিফাইনালের দৌড় থেকে ছিটকে গেছে নেপাল। এই ম্যাচে নেপালকে হারাতে পারলে আশা থাকবে বাংলাদেশের।
টসে হেরে ফিল্ডিং পাওয়ার পর বাংলাদেশ যুব দলের অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বী বলেন, ‘আগে বোলিংয়ে আমরা খুশি। এটা দেখতে ভালো উইকেট, টস জিতলে হয়তো আমরাও আগে ব্যাট করতাম। আমরা এখন দুটি ম্যাচে জয়ের দিকে তাকিয়ে আছি এবং নেট রানরেট নিয়ে ভাবছি না। আশা করি আজ ভালো হবে।’
এই ম্যাচে দুই পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। আগের ম্যাচে খেলা আদিল বিন সিদ্দিকের পরিবর্তে দলে ফিরেছেন জিসান আলম। পেস বোলার রাফি-উজ্জামান রাফির জায়গায় সুযোগ পেয়েছেন রোহানাত দৌলা বর্ষণ।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ একাদশ: মাহফুজুর রহমান (অধিনায়ক), আশিকুর রহমান শিবলী (উইকেটরক্ষক), জিসান আলম, রিজওয়ান চৌধুরী, আরিফুল ইসলাম, আহরার আমিন, মো. শিহাব জেমস, শেখ পাভেজ জীবন, ইকবাল হোসেন ইমন, রোহানাত দৌলা বর্ষণ ও মারুফ মৃধা।
নেপাল অনূর্ধ্ব-১৯ একাদশ: দেভ খানাল (অধিনায়ক), আর্জুন কুমাল, বিপিন রাওয়াল (উইকেটরক্ষক), আকাশ ত্রিপাঠি, বিশাল বিক্রম কেসি, গুলশান ঝা, দীপক বোহরা, দিপেশ কান্দেল, সুবাশ ভান্ডারি, আকাশ চাঁদ ও দুর্গেশ গুপ্তা।
আরও পড়ুন: সুপার সিক্সের অদ্ভুত নিয়ম, বাংলাদেশের জন্য কঠিন পরীক্ষা
ক্রিফোস্পোর্টস/৩১জানুয়ারি২৪/এফএএস