Connect with us
ক্রিকেট

পাকিস্তানের নেতৃত্বে তিন ফরম্যাটেই একজনকে চান আফ্রিদি

Afridi wants only one person to lead Pakistan in 3 formats
পাকিস্তান ক্রিকেটের নেতৃত্বে একজনকেই চান শহীদ আফ্রিদি। ছবি- সংগৃহীত

বাবর আজমের নেতৃত্বে ভারত বিশ্বকাপে অনেকটাই ব্যর্থ হয় পাকিস্তান। তাই চাপের মুখে বিশ্বকাপের পরই তিন ফরম্যাটের নেতৃত্ব থেকে ইস্তফা দেন বাবর। পরবর্তীতে টেস্টের নেতৃত্ব দেওয়া হয় শান মাসুদকে এবং টি-টোয়েন্টির দায়িত্ব দেওয়া হয় শাহীন শাহ আফ্রিদিকে। তবে এখনো ওয়ানডের দলপতি ঘোষণা করেনি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

নেতৃত্বে পরিবর্তন এনেও ব্যর্থ হয় পাকিস্তান। সম্প্রতি অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ এবং নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ হেরেছে তারা।

অবশ্য পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটার শোয়েব আফ্রিদি মনে করেন পাকিস্তানের নেতৃত্বে সব ফরম্যাটেই একজনকে বেছে নেওয়া উচিৎ। তাছাড়া দলে সহ-অধিনায়কেরও প্রয়োজন মনে করছেন না সাবেক এই অধিনায়ক।

আফ্রিদি বলেন, ‘পিসিবির উচিৎ সব ফরম্যাটেই একজনকে দায়িত্ব দেওয়া। দলে সহ-অধিনায়কের কোনো দরকার নেই। এর ফলে খেলোয়াড়েরা সহজেই বুঝতে পারবেন তাদের দায়িত্বে কে আছেন।’

বিশ্বকাপের পর মোহাম্মদ হাফিজকে পাকিস্তানের টিম ডিরেক্টর হিসেবে নিয়োগ দেয়া হয়। তবে টানা দুই সিরিজে পাকিস্তান ব্যর্থ হওয়ায় সমালোচনার স্বীকার হচ্ছেন এই সাবেক অলরাউন্ডারও। তবে তার পক্ষ নিয়ে আফ্রিদি বলেন, মোহাম্মদ হাফিজকে এক সিরিজ দিয়েই বিচার করা যাবে না। তাকে আরো সময় দিতে হবে। তাছাড়া অধিনায়কের ক্ষেত্রেও তাই করতে হবে।

আরও পড়ুন: অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ: বাংলাদেশকে ১৭০ রানে টার্গেট দিয়েছে নেপাল 

ক্রিফোস্পোর্টস/৩১জানুয়ারি২৪/এমটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট