অস্ট্রেলিয়ার মাটিতে নিজের আন্তর্জাতিক টেস্ট অভিষেক ম্যাচেই ওয়েস্ট ইন্ডিজকে জিতিয়েছেন ডান হাতি পেসার শামার জোসেফ। সেই সিরিজ দিয়েই অভিষেক হওয়া ২৪ বছর বয়সী পেসার ২ ম্যাচে নিয়েছেন ১৩ উইকেট। অস্ট্রেলিয়ার বিপক্ষে আগুন ঝরা বোলিং করে জিতেছেন সিরিজ সেরার পুরস্কারও৷ বল হাতে দুর্দান্ত শামার জোসেফ এবার আইসিসির টেস্ট র্যাঙ্কিংয়েও সুসংবাদ পেলেন।
জোসেফের কল্যাণে ২৭ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে ব্রিসবেন টেস্ট জিতে নেয় উইন্ডিজরা। বোলারদের টেস্ট র্যাঙ্কিংয়ে ৪২ ধাপ এগিয়ে বর্তমানে তার অবস্থান ৫১ নম্বরে।
একই সঙ্গে ভারতের মাটিতে প্রথম ম্যাচে অনবদ্য ১৯৬ রানের ইনিংস খেলা ইংলিশ ব্যাটসম্যান অলি পোপও র্যাঙ্কিংয়ে কয়েকধাপ এগিয়েছেন। ২০ ধাপ এগিয়ে বর্তমানে অলি পোপের অবস্থান ১৫ নম্বরে। ভারতীয় বোলারদারে বোলিং তোপে পরে ইংলিশদের নড়বড়ে ব্যাটিং অর্ডারে একমাত্র পোপ ব্যতিক্রম ছিলেন। রিভার্স সুইপের পসরা সাজিয়ে ১৯৬ রানের স্মরণীয় এক ইনিংস খেলেছিলেন।
তবে টেস্টে ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে তেমন কোন পরিবর্তন হয়নি। এখনও নিউজিল্যান্ডের কেইন উইলিয়ামসন শীর্ষে আছেন। অজি ওপেনার উসমান খাজা দুই ধাপ এগিয়ে তালিকার আটে উঠে এসেছেন। গ্যাবায় প্রথম ইনিংসে তার ফিফটি ছিল। বেন ডাকেট এগিয়েছেন ৫ ধাপ, তালিকার ২২ নম্বরে তিনি আছেন। একইসঙ্গে দুই বাংলাদেশী ব্যাটার লিটন ও মুশফিক দুই ধাপ পিছিয়ে গেছেন। লিটন দাস ১৯ নম্বরে এবং মুশফিকুর রহিম ২৬ নম্বরে অবনমিত হয়েছেন।
ব্যাটারদের মত বোলারদের টেস্ট র্যাঙ্কিংয়েও তেমন কোনো পরিবর্তন আসেনি। শীর্ষস্থান ধরে আছেন ভারতের অভিজ্ঞ বোলিং অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন। হায়দরাবাদেও ৬ উইকেট নেন তিনি। সমান ৬ উইকেট নিয়ে এক ধাপ এগিয়েছেন আরেক ভারতীয় পেসার জসপ্রীত বুমরাহ। তার অবস্থান তালিকার চারে। কাগিসো রাবাদা ও প্যাট কামিন্সের অবস্থান এক ধাপ করে পরিবর্তন হয়েছে। কামিন্সকে তিনে ঠেলে দুই নম্বরে উঠে এসেছেন প্রোটিয়া পেসার।
আরও পড়ুন: সুপার সিক্সে নেপালকে ৫ উইকেটে হারাল বাংলাদেশের যুবারা
ক্রিফোস্পোর্টস/৩১জানুয়ারি২৪/এমএস/এমটি