ইনজুরিতে পড়ে অনেকদিন ধরেই মাঠের বাইরে আছেন নেইমার। ২০২৪ কোপা আমেরিকাও খেলতে পারবেন না এই ব্রাজিলিয়ান তারকা। তবে বর্তমানে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাওয়ার কারণে ফিটনেসে কিছুটা অবনতি হয়েছে নেইমারের।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি ভাইরাল হয়েছে নেইমারের। সেখানে নেইমারকে কিছুটা মোটা মনে হয়েছে। তা নিয়েই সমালোচনার ঝড় তুলেছে ফুটবল নেটিজেনরা।
তবে এই সমালোচনা উড়িয়ে দিয়েছেন নেইমার। নিজের ব্যক্তিগত ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একাধিক ছবি ও ভিডিও শেয়ারের মাধ্যমে সমালোচনার জবাব দিয়েছেন এই আল হিলাল তারকা। ইনস্টাগ্রামে তার শেয়ার করা স্টোরিতে দেখা যায় ব্যায়ামাগারে ঘাম ঝরাচ্ছেন নেইমার এবং ট্রেডমিলে হাটার ভিডিও শেয়ার করেছেন এই তারকা।
এছাড়া আরেকটি ভিডিওতে নেইমার বলেন, আজকের ব্যায়াম শেষ, আমার ওজন কিছুটা বেড়েছে, ঠিক আছে কিন্তু মোটা? আমি তাই মনে করি না! এই ভিডিও দেখে সমালোচকরা পালাও।
নেইমার আর চোট যেন একে অপরের পরিপূরক। ক্যারিয়ারে এখন পর্যন্ত অনেকবার চোটের কারণে মাঠের বাইরে যেতে হয়েছে তাকে। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা এর তথ্যমতে, ২০২০ সাল থেকে এ পর্যন্ত চোটের কারণে ৪২৪ দিন মাঠের বাইরে কাটিয়েছেন নেইমার।
আরও পড়ুন: প্রাক-অলিম্পিক: চিলিকে হারিয়ে বাছাইয়ের চূড়ান্ত পর্বে আর্জেন্টিনা
ক্রিফোস্পোর্টস/৩১জানুয়ারি২৪/এমটি