চলমান যুব বিশ্বকাপের সুপার সিক্সে নিজেদের প্রথম ম্যাচে জয় তুলে নিয়ে সেমিফাইনালের আশা বাচিঁয়ে রেখেছে বাংলাদেশের যুবারা। তবে সেমিফাইনাল নিশ্চিত করতে শেষ ম্যাচে জয়ের পাশাপাশি বিভিন্ন সমীকরণও মেলাতে হবে জুনিয়র টাইগারদের।
সুপার সিক্সে গ্রুপ-১ এ প্রথমেই ভারত-পাকিস্তান থেকে পিছিয়ে ছিল বাংলাদেশ। ভারত-পাকিস্তানের ৪ পয়েন্টের বিপরীতে বাংলাদেশের পয়েন্ট ছিল ২। ভারত-পাকিস্তান সুপার সিক্সে নিজেদের প্রথম ম্যাচেই জয় তুলে নিয়েছে। ৩ ম্যাচে ৩ জয়ে উভয়ের পয়েন্ট ৬ যেখানে সমান ম্যাচ খেলে ২ জয়ে বাংলাদেশের পয়েন্ট ৪।
সুপার সিক্সের শেষ ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। এক্ষেত্রে সেমিফাইনাল নিশ্চিত করতে পাকিস্তানের বিপক্ষে জয়ের পাশাপাশি নানান সমীকরণ মেলাতে হবে রাব্বি-শিবলিদের। কেননা নেট রান রেটে বাংলাদেশের তুলনায় অনেক এগিয়ে আছে পাকিস্তান।
পয়েন্ট টেবিলের তিনে থাকা বাংলাদেশের নেট রান রেট ০.৩৪৮, যেখানে দুইয়ে থাকা পাকিস্তানের নেট রান রেট ১.০৬৪। তাই শেষ ম্যাচে বিশাল ব্যবধানে জিততে হবে বাংলাদেশকে যাতে পাকিস্তানের নেট রান রেট কমে আসে এবং বাংলাদেশের নেট রান রেট বৃদ্ধি পায়।
পাকিস্তান আগে ব্যাটিং করলে ৩৮ থেকে ৪০ ওভারের মধ্যে বাংলাদেশকে ম্যাচ জিততে হবে। এক্ষেত্রে টার্গেট যদি ৩০০ রান হয় তাহলে ৩৯.৩ ওভারের মধ্যে ম্যাচ জিততে হবে বাংলাদেশকে। এছাড়া ২৫০ রান করলে ৩৯ ওভার এবং ২০০ রান করলে ৩৮.৪ ওভারের মধ্যে লক্ষ্যে পৌঁছাতে হবে জুনিয়র টাইগারদের।
অথবা বাংলাদেশ আগে ব্যাট করে ২৫০ বা তার কম রান করলে কমপক্ষে ৫০ রানের ব্যবধানে জিততে হবে। আর বাংলাদেশ ২৫০ এর বেশি করলে কমপক্ষে ৫১ রানের ব্যবধানে জিততে হবে সাকিব-তামিমদের উত্তরসূরীদের।
আগামী শনিবার (৩ ফেব্রুয়ারি) সুপার সিক্সের শেষ ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। বেনোনিতে বাংলাদেশ সময় দুপুর ২ টায় শুরু হবে ম্যাচটি।
আরও পড়ুন: বিশ্বকাপের আগে টি-টোয়েন্টি দলে ফিরবেন মাহমুদুল্লাহ?
ক্রিফোস্পোর্টস/১ফেব্রুয়ারি২৪/এমটি