Connect with us
ক্রিকেট

শ্রীলঙ্কার মেয়েদের কাছে শিরোপা হারাল বাংলাদেশ

BanW U19 vs SLW U19
ফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে ৩৬ রানে হেরেছে বাংলাদেশের মেয়েরা। ছবি- সংগৃহীত

আজ শ্রীলঙ্কার মেয়েদের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে শিরোপা জেতার লড়াইয়ে মাঠে নেমেছে বাংলাদেশের মেয়েরা। সিরিজ জুড়ে অপরাজিত থাকা দলটি শেষমেশ লংকার মেয়েদের কাছে হেরেই শিরোপা খোয়ালো। সিরিজটির আগে আরও দুই ম্যাচে শ্রীলঙ্কাকে হারানো বাংলাদেশ আজ তাদের কাছে কোনো পাত্তাই পায়নি। কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ৩৬ রানে হেরেছে বাংলাদেশের মেয়েরা।

ডাবল লিগ পদ্ধতিতে হওয়া সিরিজের প্রথম পর্বের দুই ম্যাচে বাংলাদেশের কাছে হেরেছিল শ্রীলঙ্কার মেয়েরা। কিন্তু আজ অপ্রত্যাশিতভাবে সেই তাদের কাছেই পাত্তা পেল না টাইগ্রেসরা।

আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ১৪৮ রানের ভালো সংগ্রহ পায় লংকার মেয়েরা। লক্ষ্য তাড়ায় নেমে ৮ ওভারে ২০ ওভার ব্যাটিং করার পরও মাত্র ১২২ রানেই থামে বাংলাদেশের ইনিংস। শ্রীলঙ্কার এমন বড় রান সংগ্রহের ভীত গড়ে দেন দুই ওপেনার পূর্ণ সেনারত্নে ও বিঙ্গ বিজেরত্নে। তাদের ১০৪ রানের উদ্বোধনী জুটির বাইরে অবশ্য আর কোনো ব্যাটার তেমন অবদান রাখতে পারেনি। বিজেরত্নের ব্যাট থেকে আসে ৪৯ রান, আরেক ওপেনার সিনেরত্নে খেলেন ৬৬ রানের অপরাজিত ইনিংস।

বাংলাদেশের হয়ে একটি করে উইকেট নেন নিশিতা আক্তার নিশি, জান্নাতুল মাওয়া ও রাবেয়া।

রান তাড়ায় নেমে শুরুতেই খেই হারিয়ে বসে বাংলাদেশের মেয়েরা। এক পর্যায়ে ২৩ রান তুলতেই ৪ উইকেট হারিয়ে বসে টাইগ্রেসরা৷ এরপর আর খেলায় চালকের আসনে বসতে পারেনি বাংলাদেশ। নিয়মিত বিরতিতে ব্যাটারদের আসা যাওয়ার মিছিলে কাজটি আরও কঠিন হয়ে যায়। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩১ রান আসে রাবেয়ার ব্যাট থেকে।

আরও পড়ুন: ক্রিকেটের তিন সংস্করণেই খেলার যোগ্য মাহমুদুল্লাহ: খালেদ মাহমুদ 

ক্রিফোস্পোর্টস/২ফেব্রুয়ারি২৪/এমএস/এমটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট