Connect with us
ফুটবল

সাফ অনূর্ধ্ব-১৯: বাংলাদেশের ম্যাচের সময়সূচি

SAFF Bangladesh match schedule
সাফের আগে অনুশীলনে ব্যস্ত বাংলাদেশের মেয়েরা। ছবি- সংগৃহীত

আজ থেকে বাংলাদেশে শুরু হয়েছে সাফ অনূর্ধ্ব-১৯ নারী প্রতিযোগিতা।  টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ভুটানের মুখোমুখি হয়েছে ভারত। আর দিনের দ্বিতীয় ম্যাচে নেপালের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। সন্ধ্যা ৭ টায় কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে শুরু হয়েছে ম্যাচটি। 

প্রথম ম্যাচের পর একদিন বিরতি দিয়ে ৪ ফেব্রুয়ারি আবারও মাঠে নামবে দলগুলো। ৪ ফেব্রুয়ারি দুপুর ৩ টার ম্যাচে মুখোমুখি হবে নেপাল ও ভুটান। আর সন্ধ্যা ৭ টার ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ ও ভারত৷ ৬ ফেব্রুয়ারি ভারতের প্রতিপক্ষ নেপাল এবং বাংলাদেশের প্রতিপক্ষ ভুটান।

বাংলাদেশ, ভারত, ভুটান ও নেপালের অংশগ্রহণে অনুষ্ঠিত হচ্ছে এবারের সাফ অনূর্ধ্ব-১৯। ছবি- সংগৃহীত  

টুর্নামেন্টটি হবে লিগ পদ্ধতিতে যেখানে শীর্ষ দুই দল ফাইনালে মুখোমুখি হবে। টুর্নামেন্টটির ফাইনাল আগামী ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।

২০২১ সালে অনুষ্ঠিত এই আসরটির শিরোপা ঘরে তুলেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের মেয়েরা। এবার শিরোপা ধরে রাখার লড়াইয়ে মাঠে নামছে লাল-সবুজ জার্সিধারীরা। টুর্নামেন্ট শুরুর আগে দলের কোচ সাইফুল বারীও সেই একই আশা দেখাচ্ছেন, ‘আমার দলের মেয়েদের বয়স কম হওয়ায় তাদের ক্ষিপ্রতা স্বাভাবিকভাবেই অনেক বেশি। ব্যক্তিগতভাবে স্কিলের দিক দিয়েও তারা ভালো। শুধু পরিপক্বতাটা হয়তো খানিকটা কম। পারফরমেন্সে পরিপক্বতাটা দেখানোই আমাদের এখন লক্ষ্য। এটি ধরে রাখতে হবে। যারা মাঠে এটি বেশি দেখাতে পারবে, শিরোপা তারাই জিতবে।’

অনূর্ধ্ব-১৭ দলের মোট ১৪ জন ফুটবলার এই দলের সাথে রয়েছেন। যদিও গত সেপ্টেম্বরে ভিয়েতনামে অনুষ্ঠিত এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপের দ্বিতীয় পর্বে এই দলের পারফরম্যান্স খুব একটা সন্তোষজনক ছিল না। ভিয়েতনাম, অস্ট্রেলিয়া ও ফিলিপাইন তিনটি দলের বিপক্ষেই হেরে গিয়েছিলেন বাংলাদেশের মেয়েরা৷ তবে এ বছর অনূর্ধ্ব-১৯ দলের হয়ে আগের আক্ষেপ ঘোচাতে চান টাইগ্রেসরা।

আরও পড়ুন: প্রাক-অলিম্পিক: গ্রুপ সেরা ব্রাজিলকে হারিয়ে শেষ চারে ভেনেজুয়েলা 

ক্রিফোস্পোর্টস/২ফেব্রুয়ারি২৪/এমএস/এমটি 

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল