ব্রাজিলের মতো আর্জেন্টিনাও এক ম্যাচ হাতে রেখেই প্রাক-অলিম্পিক বাছাইয়ের চূড়ান্ত পর্ব আগেই নিশ্চিত করে রেখেছে। এবার গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচ খেলতে মাঠে নামবে আর্জেন্টিনা। ব্রাজিল যদিও টানা তিন জয়ের পর গ্রুপে নিজেদের শেষ ম্যাচে হেরেছিল। তবে আলবিসেলেস্তেদের লক্ষ্য শেষ ম্যাচে জয় নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে চূড়ান্ত পর্বে পা রাখা।
আগামীকাল (শনিবার) ভোর পাঁচটায় আর্জেন্টিনা অনূর্ধ্ব-১৯ দলের প্রতিপক্ষ উরুগুয়ে। তবে আর্জেন্টিনা যদি এই ম্যাচে পয়েন্ট হারায় তবুও তাদের গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সুযোগটা থাকবে। সেক্ষেত্রে চিলির কাছে প্যারাগুয়েকে হারতে হবে। আর্জেন্টিনার ম্যাচটি দেখতে ফক্স স্পোর্টস-২ এবং অনলাইনে লাইভ স্ট্রিমিং দেখতে ফুবোতে চোখ রাখতে হবে।
মূল পর্বের জন্য মোট চারটি দল চূড়ান্ত হয়েছে। এদের মধ্যে ব্রাজিল ও স্বাগতিক ভেনেজুয়েলা গ্রুপ ‘এ’ থেকে জায়গা পেয়েছে৷ আর গ্রুপ ‘বি’ থেকে জায়গা চূড়ান্ত করেছে আর্জেন্টিনা এবং প্যারাগুয়ে।
এর আগে গ্রুপের প্রথম ম্যাচেই প্যারাগুয়ের কাছে ড্র করে হোঁচট খায় মেসির উত্তরসূরীরা। পরে অবশ্য টানা দুই ম্যাচ জিতে পরের পর্বে জায়গা নিশ্চিত করে৷ এবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ উরুগুয়ে। উরুগুয়ে বর্তমানে টেবিলের তিনে অবস্থান করছে।
সবার আগে মূল পর্ব নিশ্চিত করে ব্রাজিল। টানা তিন জয়ে সর্বপ্রথম পরের রাউন্ডে পা রাখে তারা। তবে শেষ ম্যাচে স্বাগতিক ভেনেজুয়েলার কাছে ৩-১ গোলে হেরে বসে হলুদ বাহিনী৷ তবে এরপরও গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই চূড়ান্ত পর্বে যায় তারা। ব্রাজিলকে হারানো ভেনেজুয়ালাও চূড়ান্ত পর্ব নিশ্চিত করেছে।
আরও পড়ুন:প্রাক-অলিম্পিক: গ্রুপ সেরা ব্রাজিলকে হারিয়ে শেষ চারে ভেনেজুয়েলা
ক্রিফোস্পোর্টস/২ফেব্রুয়ারি২৪/এমএস/এমটি