সুপার সিক্স থেকে সেমিফাইনালে যেতে বাংলাদেশের সামনে কি কি সমীকরণ রয়েছে তা আগেই জানা গিয়েছিল। ম্যাচের শুরুতে ব্যাট করলে এক রকম আর বল হাতে নামলে আরেক রকম। বেনোনির সবুজ উইকেটে শুরুতে টস জিতে মাহফুজুর রহমান রাব্বিও অনুমিতভাবেই বল করার সিদ্ধান্ত নেন।
সেমিফাইনালে পা দিতে বাংলাদেশ আগে ব্যাট করলে তাদের ৫০ রানের ব্যবধানে জিততে হতো। আর আগে বল করলে ৩৮ থেকে ৪০ ওভারের মধ্যে জয় নিশ্চিত করতে হবে। ম্যাচের শুরুতে তাই বল হাতে নেমেই পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলকে কম রানে আটকে ফেলার চেষ্টা করতে থাকে জুনিয়র টাইগাররা।
এই লক্ষ্যে যুবা টাইগাররা সফলও হয়। এর সবচেয়ে বড় কৃতিত্ব দুই যুবা বোলার রোহানাত বর্ষণ ও শেখ পারভেজ জীবনের। দুজনের নিয়ন্ত্রিত বোলিং এবং নিয়মিত উইকেট শিকারের ফলে ১৫৫ রানেই শেষ হয় পাকিস্তানের ইনিংস।
লাল-সবুজদের বোলিং বিভাগের কল্যাণে এবার তাই সহজতর কাজটি সারতে হবে যুবা ব্যাটারদের। পাকিস্তানের দেয়া ১৫৬ রানের লক্ষ্য রাব্বির দলকে ৩৮.১ ওভারের মধ্যেই টপকাতে হবে। তবেই কি না পাকিস্তানকে রান রেটে পেছনে ফেলে সেমিফাইনাল নিশ্চিত করতে পারবে বাংলাদেশ।
এর আগের ম্যাচে নেপালের বিপক্ষে যেভাবে রান তুলেছিল জুনিয়র টাইগাররা তাতে আজকের ম্যাচেও এ নিয়ে আশাবাদী ভক্ত-সমর্থকরা৷ সেমিতে পা রাখতে নেট রান রেটের দিকেও নজর রাখতে হবে বাংলাদেশকে। লাল-সবুজদের বর্তমানে নেট রান রেট আছে ০.৩৪৮ আর পাকিস্তানের নেট রান রেট ঠিক ১.০৬৪। বোলিংয়ের পর ব্যাট হাতে এখন বাংলাদেশ কতটা সফল হয় সেটাই এখন দেখার বিষয়।
আরও পড়ুন: মালিক-মিরাজের ঝড়ে খুলনার জয়রথ থামাল ফরচুন বরিশাল
ক্রিফোস্পোর্টস/৩ফেব্রুয়ারি২৪/এমএস/এমটি