Connect with us
স্পোর্টস বক্স

প্যারিস অলিম্পিক: নতুন যুক্ত হলো যেসব খেলা

Paris Olympic 2024
চলতি বছরের জুলাইয়ে প্যারিসে পর্দা উঠবে এবারের অলিম্পিক আসরের৷ ছবি- সংগৃহীত

যেকোনো অ্যাথলেটের জন্য অলিম্পিকে অংশগ্রহণ করা স্বপ্নের মতো৷ আর সেই স্বপ্নের মঞ্চে যদি স্বর্ণ জয় করা যায়, তাহলে তো কথাই নেই! আসন্ন প্যারিস অলিম্পিককে ঘিরে দুনিয়ার নানা প্রান্তের অ্যাথলেট ও দর্শকদের মধ্যে বইছে উৎসবের হাওয়া৷ চলতি বছরের জুলাইয়ে ফ্রান্সের রাজধানী প্যারিসে বসছে এবারের অলিম্পিক৷ এবারের আসরে থাকছে প্রায় ৩২টি ইভেন্ট৷ আগামী ১৪ জুলাই থেকে শুরু হচ্ছে প্যারিস অলিম্পিক৷

যেসব ভেন্যুতে গড়াবে যে খেলা 

অলিম্পিকের বেশিরভাগ ইভেন্ট অনুষ্ঠিত হবে প্যারিস ও এর আশেপাশে। রোলাঁ গারোতে অনুষ্ঠিত হবে টেনিস ও বক্সিং৷ প্যারিস থেকে প্রায় ১০ হাজার মাইল দূরে তাহিতি দ্বীপে গড়াবে সার্ফিং৷ ফরাসি ফুটবল ক্লাব পিএসজির হোম গ্রাউন্ত পার্ক দেস প্রিন্সেসে অনুষ্ঠিত হবে অলিম্পিক ফুটবল৷ এবং সর্বশেষ স্টেড ডি ফ্রান্স স্টেডিয়ামে প্যারিস অলিম্পিকের সমাপনী পর্ব দেখা যাবে৷

নতুন যুক্ত হচ্ছে যেসব খেলা

অলিম্পিকে প্রথম বারের মতো অভিষেক হচ্ছে ব্রেক ডান্স খেলার৷ ব্রেক ডান্সের পীঠস্থান হিসেবে পরিচিত প্যারিসেই পর্দা নামবে নৃত্য খেলাটির৷ নারী ও পুরুষ দুই ক্যাটাগরিতে এ খেলায় নজর দেওয়া হবে নাচের ধরন, পায়ের কাজ ঘোরার ক্ষমতা, পায়ের কাজ ইত্যাদির ওপর৷ তবে অনেকেই মনে করেন, ব্রেক ডান্সকে অলিম্পিকে যুক্ত করলে অন্যান্য ডান্সকেও খেলা হিসেবে যুক্ত করা উচিত৷

ব্রেক ডান্সের পাশাপাশি এবারের অলিম্পিকে দেখা যাবে সার্ফিং, স্কেটবোর্ডিং এবং স্পোর্ট ক্লাইম্বিং। স্কেটবোর্ডিংয়ের ক্ষেত্রে পার্কস্কেট ও স্ট্রিটস্কেট দুই ক্যাটাগরিতে খেলা অনুষ্ঠিত হবে৷ টোকিও অলিম্পিকে খেলাগুলো প্রথম চালু হলেও সেই ধারা অব্যাহত রাখতে এবার প্যারিস অলিম্পিকেও দেখা যাবে খেলাগুলো।

প্যারিস অলিম্পিকের অফিসিয়াল ওয়েবসাইটের সূত্রে জানা যায়, তরুণ-তরুণীদের সাথে সম্পর্কিত সৃজনশীল খেলাগুলোকে যুক্ত করা হয়েছে এবারের অলিম্পিকে৷

বাদ পড়লো যেসব খেলা

বেসবল, সফটবল, কারাতের মতো খেলা এবারের প্যারিস অলিম্পিক থেকে বাদ পড়েছে। টোকিও অলিম্পিকে অভিষেক হওয়া কারাতে মাত্র এক অলিম্পিকের বেশি স্থায়ী হয়নি। অন্যদিকে ১৯৯২ সালে বার্সেলোনা অলিম্পিকে অভিষেক হওয়া বেসবল টানা ছয় আসরের পর এবার বাদ পড়তে যাচ্ছে।

তবে বেসবল ও সফটবল সাময়িক সময়ের জন্য বাদ পড়ছে৷ পুনরায় ২০২৮ সালের লস এঞ্জেলস অলিম্পিকে ফিরে আসবে খেলাগুলো। লস এঞ্জেলস অলিম্পিকে আরো একটি বিশেষ খেলা যুক্ত হবে। ১২৮ বছর পর ২০২৮ সালে লস এঞ্জেলস অলিম্পিকে যুক্ত হবে ক্রিকেট৷ সর্বশেষ ১৯০০ সালের প্যারিস অলিম্পিকে ক্রিকেট অনুষ্ঠিত হয়েছিল।

আরও পড়ুন: ‘নতুন মেসিকে’ পেতে কী পরিমাণ অর্থ খরচ করেছে ম্যানসিটি?

ক্রিফোস্পোর্টস/৩ফেব্রুয়ারি২৪/টিএইচ/এমটি 

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in স্পোর্টস বক্স