কাতার বিশ্বকাপের ফাইনাল ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষে কিংসলে কোমান পেনাল্টি মিস করায় এক গোলে পিছিয়ে ছিল ফ্রান্স। তখন আরও একটি পেনাল্টি মিস হলে ম্যাচ থেকে ছিটকে যায় ফ্রান্স। আর এ জন্য সমর্থকদের কাঠগড়ায় আরলিয়েন চুয়ামিনি। কোমানের চেয়ে বড় ভুল করেছেন তিনি। লক্ষ্যেই শট নিতে পারেননি তিনি। পরে দুই গোলে পিছিয়ে পড়া ফ্রান্স ম্যাচে ফিরতে পারেনি। শেষ পর্যন্ত আর্জেন্টিনার কাছে হেরে বিশ্বকাপ ধরে রাখতে পারেনি গতবারের চ্যাম্পিয়নরা।
এদিকে এরইমধ্যে রানার্সআপ হয়ে দেশে ফিরেছে ফ্রান্স দল। দেশে তাদের উষ্ণ অভ্যর্থনাও জানায় দেশটির ফুটবল ভক্তরা। কিন্তু এরই মধ্যে কিছু সমর্থক আগ্রাসী আচরণ করেন চুয়ামিনিসহ দেশটির ফুটবলারদের সঙ্গে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই পেনাল্টি মিস করার কারণে কোমান ও চুয়ামিনিকে দায় দেন। এমনকি তাদের নিয়ে অনেকে বর্ণবাদী মন্তব্যও করেছেন।
অপরদিকে, বর্ণবাদের শিকার হওয়া চুয়ামিনি ও তার সতীর্থ কোমানের পাশে দাঁড়িয়েছেন জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ। এক টুইট বার্তায় ক্লাবটি লিখে, ‘এফসি বায়ার্ন মিউনিখ কিংসলে কোমানের প্রতি করা বর্ণবাদী মন্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছে। আপনার সঙ্গেই রয়েছে এফসি বায়ার্ন পরিবার। আমাদের সমাজে বর্ণবাদের কোনো স্থান নেই।’
আরও পড়ুন: প্লেয়ার্স বায়োগ্রাফি: মাশরাফি বিন মর্তুজা
এরমধ্যেই ফাইনাল ম্যাচে পেনাল্টি মিস করে বর্ণবাদের শিকার চুয়ামিনি দেশটির ভক্ত ও সমর্থকদের নিকট ক্ষমা চেয়েছেন। একই সঙ্গে তিনি আশা করেন, সমর্থকরা তার পাশে থাকলে ভবিষ্যতে আরো ভালো করবে ফ্রান্স।
ক্রিফোস্পোর্টস/২০ডিসেম্বর২২/এসএ