Connect with us
ক্রিকেট

জীবনে কখনো এমন পরিস্থিতিতে পড়েননি সাকিব

Shakib al hasan press briefing with Rangpur Jersey
ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে সাকিব। ছবি- সংগৃহীত

গতকাল সিলেট স্ট্রাইকার্সকে হারানোর পর রংপুরের হয়ে সংবাদ সম্মেলনে আসেন সাকিব আল হাসান। শুরুতেই নিজের চোখের বিষয়ে জানান, ভালো আছে চোখ। মূলত অফ ফর্মের কারণে স্বস্তিতে নেই সাকিব। বাজে সময়ে পাশে থাকার জন্য ধন্যবাদ জানান রংপুর রাইডার্সকে।

চোখের সমস্যার কারণে সাকিব বিপিএলের মাঝপথে দেশ ছেড়েছিলেন উন্নত চিকিৎসার জন্য। দেশে ফিরেও নিজের পুরনো রূপে ফিরতেন পারেননি তিনি। ব্যাট হাতে ধারাবাহিক ব্যর্থ হলেও বল হাতে আছেন নিজের পুরনো ছন্দে। পাঁচ ম্যাচে হাত ঘুরিয়ে শিকার করেছেন ৬ উইকেট।

মূলত একজন বিশেষজ্ঞ বোলার হিসেবেই রংপুরের হয়ে খেলছেন বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে এর আগে কখনও কেবল নিজের অর্ধেকটা দিয়ে এভাবে খেলেননি তিনি। সাকিব বলেন, ‘জীবনে কখনও এমন করিনি, যে যেকোনো একটা সাইড দিয়ে খেলতে হচ্ছে। এরকম কখনও হয়নি, এটাই প্রথম।’

রংপুর যে আশায় সাকিবকে দলে ভিড়িয়েছে তা তিনি পূরণ করতে না পারলেও তার বাজে সময়ে পাশে থাকার জন্য দলের কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সাকিব, ‘তারপরও তারা আমাকে যেভাবে সহযোগিতা করছে, সেজন্য তাদের ধন্যবাদ অবশ্যই দিতে হয়। এরকম একটা ফ্র‍্যাঞ্চাইজিতে খেলতে পেরে আমি গর্বিত।’

গত দুই ম্যাচে ব্যাটিংয়ে নামেননি। গতকাল সিলেটের বিপক্ষে চারে নেমে ফিরেছেন কোনো রান না করেই।বিপিএল শেষ হওয়ার আগে ব্যাট হাতে ফের আগের রূপে ফিরতে পারবেন কি না এমন প্রশ্নে সাকিব বলেন, ‘জানি না। আমার কোনো ধারণা নেই কখন এটা ঠিক হবে।’

আগামী মাসেই ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ রয়েছে বাংলাদেশের। শ্রীলঙ্কা সিরিজে খেলার বিষয়ে তিনি জানান, ‘এটা আসলে সময়ই বলে দেবে। টুর্নামেন্ট (বিপিএল) এখনও চলছে। দেখি অবস্থা কী দাঁড়ায়। এরপর অফিসিয়ালদের সাথে কথা হবে, সিদ্ধান্ত আসবে।’

কবে নাগাদ পুরনো ছন্দে ফিরতে পারবেন তা জানেন না সাকিব। তবে তিনি মনে করেন ব্যাটে রান পেলে ধীরে ধীরে কাজটা সহজ হবে তার, ‘এটা আসলে বলা কঠিন। যত রান করব, তত কমফোর্ট লেভেলটা বাড়বে। রান যতক্ষণ করছি না, ততক্ষণ অবধি ওই ছন্দও আসবে না, কমফোর্ট জোনটাও থাকবে না। এটা খুব স্বাভাবিক।’

গতকাল সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ব্যাট হাতে ব্যর্থ হলেও বল হাতে ৪ ওভারে মাত্র ১৮ রান খরচায় গুরুত্বপূর্ণ ২ উইকেট নেন সাকিব। এই নিয়ে বিপিএলের চলতি আসরে চার ম্যাচ জিতে টেবিলের শীর্ষে রয়েছে সাকিব-সোহানের রংপুর রাইডার্স।

আরও পড়ুন: জিরোনার গোলশূন্য ড্রতে রিয়ালের স্বস্তি

ক্রিফোস্পোর্টস/৪ফেব্রুয়ারি২৪/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট