এমএলএসের নতুন মৌসুম শুরু হতে এখনও বাকি বেশ কিছুদিন। তবে এর আগেই নিজেদের প্রাক মৌসুম প্রস্তুতি শুরু করে দিয়েছে মেসির ইন্টার মায়ামি। তবে সময়টা যেন ভালো কাটছে না মেজর লিগের ক্লাবটির। প্রস্তুতি হিসেবে খেলা চার প্রীতি ম্যাচের তিনটিতেই হেরেছে মায়ামি। এছাড়াও গেল চার মাসে জয়ের দেখা পায়নি মেসির দল।
আজ রোববার (৪ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় দুপুর ২টায় হংকং একাদশের বিপক্ষে আরও একটি প্রস্তুতি মূলক প্রীতি ম্যাচ খেলবে এন্টার মায়ামি। ম্যাচটি ঘিরে এরই মধ্যে হংকংয়ের ফুটবলপ্রেমীদের মধ্যে শুরু হয়েছে উন্মাদনা। এই ম্যাচে আকর্ষণের কেন্দ্রবিন্দু বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি।
গতকাল মায়ামির অনুশীলন দেখতে ৪০ হাজার ধারন ক্ষমতা সম্পন্ন স্টেডিয়ামে ছিল ভক্তদের উপচে পড়া ভিড়। স্টেডিয়ামের বাইরেও জড়ো হন অনেক ভক্ত-সমর্থক। অনুশীলনের সময় মেসিকে সামনে থেকে দেখতে পেয়ে উচ্ছ্বসিত ছিলেন ভক্তরা। আর্জেন্টিনা এবং ইন্টার মায়ামির জার্সি পরিহিত ভক্তরা হর্ষধ্বনি তোলে ‘মেসি মেসি’ বলে।
তবে বলাই যায় নতুন মৌসুম শুরুর আগে খুব একটা স্বস্তিতে নেই ইন্টার মায়ামি। সব ধরনের ফুটবল মিলিয়ে গেল চার মাসে খেলা ১২ ম্যাচে কোন জয়ের দেখা পায়নি দলটি। আরও বড় ব্যাপার ছিল গেল দীর্ঘ ৫ মাসের মধ্যে সৌদি ক্লাব আল হিলালের বিপক্ষে পেনাল্টি থেকে নিজের প্রথম গোল পেয়েছেন লিওনেল মেসি।
এর আগে গেল মৌসুমে পিএসজি ছেড়ে যুক্তরাষ্ট্রে নিচের সারির দল ইন্টার মায়ামিতে যোগ দেন মেসি। সেই মৌসুমে মেসি দলে এসেই প্রথম বারের মত মায়ামিকে জিতিয়েছিল লিগ কাপের শিরোপা। মেজর লিগ সকাররে নতুন মৌসুমে আগামী ২২ ফেব্রুয়ারি থেকে শুরু হবে ইন্টার মায়ামির যাত্রা।
তবে তার আগে নিজেদের পুরোপুরি ঝালিয়ে নিতে জাপান এবং ফ্লোরিডায় যথাক্রমে ৭ ও ১৬ ফেব্রুয়ারি আরও দুটি প্রীতি ম্যাচ খেলবে মেসির ইন্টার মায়ামি। তবে এর আগে মেসি ভক্তদের চোখ থাকবে আজ হংকং স্টেডিয়ামে মেসি জাদু দেখার অপেক্ষায়।
আরও পড়ুন: জীবনে কখনো এমন পরিস্থিতিতে পড়েননি সাকিব
ক্রিফোস্পোর্টস/৪ফেব্রুয়ারি২৪/এফএএস