Connect with us
ফুটবল

অবশেষে জয়ের মুখ দেখলো ইন্টার মায়ামি

Inter Miami FC
ইন্টার মায়ামি ফুটবল দল। ছবি - গুগল

মেসি-সুয়ারেজদের দল ইন্টার মায়ামি বেশ কিছু দিন হলো প্রাক মৌসুম প্রস্তুতির জন্য এশিয়া সফরে আছেন। যদিও সৌদি আরবে গিয়ে তাদের অভিজ্ঞতাটা মোটেই সুখের হয়নি। দুই সৌদি জায়ান্ট আল হিলাল ও আল নাসরের কাছেই ধরাশায়ী হতে হয়েছে লিওনেল মেসির মায়ামিকে। এর মধ্যে আল হিলালের বিপক্ষে মেসি গোল-এসিস্ট পেলেও দলকে নিয়ে জয়ের বন্দরে পৌঁছাতে পারেননি। আর চির প্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদোর দল আল নাসরের কাছে তো মেসির দল উড়ে গেছে ৬-০ ব্যবধানে।

আজ হংকং একাদশের বিপক্ষে ম্যাচ খেলার মধ্য দিয়ে প্রাক মৌসুম প্রস্তুতির ইতি টানলো ডেভিড বেকহামের ইন্টার মায়ামি। হংকং স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে হংকং একাদশকে ৪-১ গোলে হারিয়েছে মেসি-সুয়ারেজবিহীন দলটি। আজকের ম্যাচের একাদশে মিয়ামি কোচ মেসি-সুয়ারেজ কাউকেই একাদশে রাখেননি।

ম্যাচের প্রথম গোলটি আসে মিয়ামি ফুটবলার রবার্ট টেলরের পা থেকে। প্রথমার্ধ শেষের কিছু সময় বাকি থাকতেই ১ গোলের লিড পায় এমএলএস ক্লাবটি। তবে সমতায় ফিরতে স্বাগতিকদের সময় লাগে মাত্র ৩ মিনিট। প্রথমার্ধ ১-১ সমতায় শেষ হয়। তবে বিরতির পর মায়ামির কাছে আর কোনো পাত্তাই পায়নি হংকংয়ের স্থানীয় একাদশ।

৫০ মিনিটে করা লসন কনওয়ে সান্ডারল্যান্ড ও ৫৬ মিনিটে লিওনারৃদো ক্যাম্পানার গোলে ৩-১ ব্যবধানে এগিয়ে যায় সফরকারীরা। ম্যাচের শেষ দিকে রায়ান সেইলরের গোলে এক হালি পূরণ করে মেসিবিহীন মায়ামি।

ম্যাচে মায়ামি সাত জন ফুটবলারকে বদল করলেও মেসি-সুয়ারেজকে কোচ মাঠেই নামায়নি। ফলে মেসির খেলা দেখতে টিকিট কেটে মাঠে আাসা হাজার হাজার দর্শকের পয়সা যে পুরোপুরি উসুল হয়নি তা বলাই যায়। অবশ্য মেসি কিছুটা চোটাক্রান্ত থাকায় আজকের ম্যাচে মেসির মাঠে নামা নিয়ে আগে থেকেই কিছুটা শঙ্কা ছিল।

আরও পড়ুন: গেল চার মাস জয়হীন মায়ামি; হংকংয়ে দেখা মিলবে মেসি জাদু?

ক্রিফোস্পোর্টস/৪ফেব্রুয়ারি২৪/এমএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল