অনূর্ধ্ব-১৯ নারী সাফ চ্যাম্পিয়নশিপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতকে ১-০ গোলে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা। শেষ সময়ে সাগরিকার গোলে জয় নিশ্চিত করে ফাইনালে উঠেছে জুনিয়র টাইগ্রেসরা।
রবিবার (৪ ফেব্রুয়ারি) কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে ভারতের মুখোমুখি হয় বাংলাদেশ।
ম্যাচের শুরু থেকে দু’দলের সমানে সমান লড়াইয়ে ড্রয়ের দিকে গড়াচ্ছিল ম্যাচটি। তবে যোগ করা সময়ে ৯২ মিনিটের মাথায় সাগরিকার গোলে জয় নিশ্চিত করেছে বাংলাদেশ।
২ ম্যাচে ২ জয়ে ৬ পয়েন্ট নিয়ে ফাইনালের টিকিট কেটেছে বাংলাদেশ। সমান ম্যাচ খেলে ১টি করে জয় পেয়েছে ভারত ও নেপাল। আর প্রথম ২ ম্যাচে হেরে ইতোমধ্যে আসর থেকে ছিটকে গেছে ভুটান। ভারত ও নেপালের মধ্যকার শেষ ম্যাচে যারা জয়লাভ করবে তারাই ফাইনালের টিকিট পাবে।
গত শুক্রবার (২ ফেব্রুয়ারি) বাংলাদেশের মাটিতে সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপের পর্দা উঠেছে। চার দলের এই টুর্নামেন্টে প্রতিটি দল একে অপরের মুখোমুখি হবে এবং পয়েন্ট টেবিলের শীর্ষ দুটি দল সরাসরি ফাইনালে অংশ নেবে।
আরও পড়ুন: আবারো অ্যাতলেটিকোতে আটকে গেল রিয়াল মাদ্রিদ
ক্রিফোস্পোর্টস/৫ফেব্রুয়ারি২৪/এমটি