এশিয়া কাপ জয়ের পর বিশ্বকাপে ভালো করার উদ্দেশ্যেই দক্ষিণ আফ্রিকা গিয়েছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। তবে সুপার সিক্সের অঘোষিত কোয়ার্টার ফাইনালে পাকিস্তানের কাছে হেরে যুব বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয়েছিল যুবা টাইগারদের।
বিশ্বকাপ ব্যর্থতার পর আজ সোমবার (৫ ফেব্রুয়ারি) দেশে ফিরেছে মারুফ-আরিফুলরা। এদিন বিকেল ৫টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করে বাংলাদেশ যুব ক্রিকেট দল।
এদিকে বিশ্বকাপে সুপার সিক্সের অদ্ভুত নিয়মে আগেই সেমিফাইনালের পথ কঠিন হয়ে গিয়েছিল বাংলাদেশের। শেষ ম্যাচে নির্দিষ্ট ওভারের মাঝে পাকিস্তানকে হারাতে পারলেই সেমিফাইনাল নিশ্চিত হবে এমন সমীকরণের ম্যাচে জয়ের খুব কাছাকাছি গিয়ে পাঁচ রানে হেরে যায় বাংলাদেশ।
মূলত গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ভারতের কাছে হেরে নিজেদের বিশ্বকাপ যাত্রা কঠিন করে তুলেছিল বাংলাদেশ। এরপর আয়ারল্যান্ড এবং যুক্তরাষ্ট্রকে হারিয়ে গ্রুপ পর্ব পেরিয়ে সুপার সিক্সে পৌঁছে বাংলাদেশ। তবে শেষ পর্যন্ত সেমিফাইনালে উঠতে ব্যর্থ হয় জুনিয়র টাইগাররা।
বিশ্বকাপ মিশন শেষ করে বাংলাদেশ দল দেশে ফিরলেও দক্ষিণ আফ্রিকায় এখনও বাকি বিশ্বসেরা নির্ধারণের আসর। যুব বিশ্বকাপের সেমিফাইনালে আগামীকাল বাংলাদেশ সময় দুপুর ২টায় ভারতের মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা এবং অপর ম্যাচ অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে পাকিস্তান।
আরও পড়ুন: সাকিবকে নিয়ে বাবর আজমের মুগ্ধতা
ক্রিফোস্পোর্টস/৫ফেব্রুয়ারি২৪/এফএএস