সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতকে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই ফাইনাল নিশ্চিত করেছিল বাংলাদেশ। এবার সাফের ফাইনালেও ভারতের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশের মেয়েরা।
আজ (মঙ্গলবার) সাফে নিজেদের তৃতীয় ম্যাচে নেপালকে ৪-০ গোলে হারিয়েছে ভারত। এই জয়ে ৬ পয়েন্ট নিয়ে ফাইনাল নিশ্চিত করেছে ভারতের মেয়েরা। আগামী ৮ ফেব্রুয়ারি কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে ফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত।
গত শুক্রবার (২ ফেব্রুয়ারি) শুরু হয়েছে সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপ। বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান- এই চার দলের অংশগ্রহণে চলমান এই টুর্নামেন্ট প্রতিটি দল একবার করে একে অপরের মুখোমুখি হবে।
ইতোমধ্যে ৩টি করে ম্যাচ খেলেছে নেপাল ও ভারত। এর মধ্যে ভারত ২ জয় নিয়ে ফাইনাল নিশ্চিত করেছে। আর ১ জয় ও ২ হারে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে নেপাল।
এদিকে প্রথম ২ ম্যাচেই জয় তুলে নিয়ে আগেই ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। আর প্রথম ২ ম্যাচেই হেরে সবার আগে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে ভুটান।
আজ (মঙ্গলবার) নিয়ম রক্ষার ম্যাচে ভুটানের মুখোমুখি হবে বাংলাদেশে। কমলাপুরে সন্ধ্যা ৭টায় শুরু হবে ম্যাচটি।
আরও পড়ুন: প্রাক-অলিম্পিক: চূড়ান্ত পর্বের প্রথম ম্যাচেই হোঁচট খেল আর্জেন্টিনা-ব্রাজিল
ক্রিফোস্পোর্টস/৬ফেব্রুয়ারি২৪/এমটি