বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসরে নিজেকে হারিয়ে খুজছেন সাকিব আল হাসান। রংপুরের হয়ে বল হাতে ভালো পারফরম্যান্স করলেও ব্যাট হাতে পুরোপুরি ব্যর্থ ছিলেন সাকিব। অবশেষে দীর্ঘদিন পর রানে ফিরেছেন এই অলরাউন্ডার।
আজ (মঙ্গলবার) বিপিএলে নিজেদের ৭ম ম্যাচে দুর্দান্ত ঢাকাকে ৬০ রানে হারিয়েছে রংপুর রাইডার্স। এদিন ব্যাট হাতে ২০ বলে ৩ ছয় ও ১ চারের মারে ৩৪ রান করেছেন সাকিব। এছাড়া বল হাতেও নিয়েছেন ৩টি উইকেট। পেয়েছেন ম্যাচসেরার পুরস্কারও।
গত কয়েকদিন ধরেই চোখের সমস্যায় ভুগছেন সাকিব। বিপিএল চলাকালেই বিদেশে গিয়ে চিকিৎসাও নিয়েছেন। এর আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, চোখের সমস্যা থেকে পুরোপুরি সেরে উঠতে পারেননি সাকিব।
বিপিএলে তার খেলাতেও তাই স্পষ্ট হয়ে উঠে। রংপুরের হয়ে নিয়মিত বোলিং করে গেলেও চোখের সমস্যার কারণে কয়েকটি ম্যাচে ব্যাটিংয়ে নামেনি সাকিব। কয়েকটি ম্যাচে ব্যাটিং করেও রানের দেখা পাননি। আজ ঢাকার বিপক্ষে ওয়ান ডাউনে নেমে শুরুর দিকে কিছুটা ধীরে ধীরে দেখেশুনে দেখলেও পরবর্তীতে রানের ঝড় তোলেন সাকিব। ২০ বলে ৩৪ রানের টি-টোয়েন্টি সুলভ ইনিংস খেলে আউট হন এই অলরাউন্ডার।
সাকিব রানে ফেরায় স্বস্তিতে রংপুর রাইডার্স শিবির। রাইডার্স অধিনায়ক নুরুল হাসান সোহান বলেন, সত্যি করে বলতে গেলে… আলহামদুলিল্লাহ। সাকিব ভাই যেভাবে নিজের প্রতি এবং দলের প্রতি নিবেদিত ছিলেন, আমার মনে হয় এটাই সবচেয়ে বড় জিনিস।
আরও পড়ুন: ঢাকার বিপক্ষে রংপুরের দ্বিতীয় জয়, ম্যাচসেরা সাকিব
ক্রিফোস্পোর্টস/৬ফেব্রুয়ারি২৪/এমটি