চলমান সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপে এক ম্যাচ হাতেই রেখেই ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশের মেয়েরা। আজ (মঙ্গলবার) নিয়ম রক্ষার ম্যাচে দ্বিতীয় সারির দল নিয়েও ভুটানকে ৪-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ।
আজ ভুটানের বিপক্ষে ৯ পরিবর্তন নিয়ে মাঠে নামে বাংলাদেশ। তবে বাংলাদেশের পারফরম্যান্সে তা কোন প্রভাব ফেলেনি। হেসেখেলেই ভুটানকে হারিয়েছে জুনিয়র টাইগ্রেসরা।
কমলাপুরে ম্যাচের শুরু থেকেই আক্রমণ করে খেলতে থাকে বাংলাদেশে। প্রথম গোলের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি বাংলাদেশের মেয়েদের। ম্যাচের মাত্র ১৮ মিনিটের মাথায় নুসরাত জাহান মিতুর গোলে লিড পায় বাংলাদেশ।
বিরতিতে যাওয়ার আগে আরো একটি গোল করে ব্যবধান দ্বিগুণ করে নেয় বাংলাদেশ। ৩১ মিনিটের মাথায় বাংলাদেশের হয়ে গোলটি করেন ঐশী খাতুন।
বিরতি থেকে ফিরে এসে আরো দুটি গোল করে বাংলাদেশ। ৫৮ মিনিটের মাথায় বাংলাদেশের হয়ে তৃতীয় গোলটি করেন তৃষ্ণা রানী। তার ৬ মিনিট পরই নিজের জোড়া গোল পূর্ণ করেন ঐশী খাতুন। শেষ পর্যন্ত ৪-০ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
এর আগে দিনের প্রথম ম্যাচে নেপালকে ৪-০ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে ভারত। আগামী ৮ ফেব্রুয়ারি ফাইনালে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে সন্ধ্যা ৬ টায় শুরু হবে ম্যাচটি।
আরও পড়ুন: সাফ অনূর্ধ্ব-১৯: ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত
ক্রিফোস্পোর্টস/৬ফেব্রুয়ারি২৪/এমটি