Connect with us
ক্রিকেট

যুব বিশ্বকাপ: টানা ৫বার ফাইনালে ওঠার রেকর্ড ভারতের

India u19 team 2024 world cup- BCCI
ভারত অনূর্ধ্ব-১৯ দল ২০২৪ যুব বিশ্বকাপে। ছবি- সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার মাটিতে বসা অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের চলতি আসর এখন শেষের পথে। এরই মধ্যে গতকাল দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে যুব বিশ্বকাপের ফাইনাল নিশ্চিত করেছে ভারত। এতে করে টানা পাঁচবার যুবাদের বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার এই লড়াইয়ে ফাইনালে ওঠার রেকর্ড গড়েছে ভারত।

গতকাল মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) বেনোনিতে যুব বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ২ উইকেটে হারিয়েছে ভারত। আগে ব্যাট করে নির্ধারিত ওভারে দক্ষিণ আফ্রিকার যুবারা স্কোরবোর্ডে সংগ্রহ করে ২৪৪ রান। জবাবে উদয় সাহারান ও সাচীন দাসের ১৭১ রানের অনবদ্য জুটিতে জয় ছিনিয়ে নিয়েছে ভারত অনূর্ধ্ব-১৯ দল।

যুব বিশ্বকাপের এই আসরে এখন পর্যন্ত খেলা ৬ ম্যাচের সবকটিতে জয় নিয়ে অপরাজিত থেকেই টুর্নামেন্টের প্রথম দল হিসেবে ফাইনালে উঠেছে ভারত। এতে করে টানা ৫ যুব বিশ্বকাপের ফাইনালে ওঠার নজির গড়েছে দলটি। আগামীকাল দ্বিতীয় সেমিফাইনালে পাকিস্তান এবং অস্ট্রেলিয়ার মধ্য থেকে নির্ধারণ হবে ভারতের ফাইনাল প্রতিপক্ষ।

১৯৮৮ সাল থেকে শুরু হওয়া অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের এটি ১৫তম আসর। এখন পর্যন্ত ৯ বার বিশ্বকাপের ফাইনাল খেলে সর্বোচ্চ ৫ বার শিরোপা ঘরে তুলেছে ভারতের যুবা ক্রিকেটাররা। এর আগে ২০০০, ২০০৬, ২০০৮, ২০১২, ২০১৬, ২০১৮, ২০২০ ও ২০২২ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ আসরের ফাইনাল খেলেছিল ভারত।

যার মধ্য থেকে ২০০০, ২০০৮, ২০১২, ২০১৮ ও ২০২২ আসরে যুব বিশ্বকাপ জিতে নিয়েছিল ভারত। গতবারের চ্যাম্পিয়নরা চলতি আসরেও নিজেদের দাপট দেখিয়ে উঠে গেছে ফাইনালে। আগামী ১১ ফেব্রুয়ারি বাংলাদেশ সময় দুপুর ২ টায় দক্ষিণ আফ্রিকার বেনোনিতে ষষ্ঠ শিরোপা জয়ের লক্ষ্যে ফাইনাল খেলতে মাঠে নামবে ভারত।

আরও পড়ুন: অলিম্পিকের টিকিট পাওয়া নিয়ে অনিশ্চয়তায় ব্রাজিল-আর্জেন্টিনা

ক্রিফোস্পোর্টস/৭ফেব্রুয়ারি২৪/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট