Connect with us
ফুটবল

সাফ চ্যাম্পিয়নশিপে আগে কখনো ঘটেনি এমন ঘটনা

Saff u19: Bangladesh and India joint champion
নারী অনূর্ধ্ব-১৯ সাফের যৌথ চ্যাম্পিয়ন বাংলাদেশ ও ভারত।

এ যেন রীতিমত লঙ্কা কাণ্ড! যে কোনো ফাইনাল ম্যাচেই উত্তেজনার পারদ তুঙ্গে থাকে। এর রেশও রয়ে যায় বেশ কিছু দিন। কিন্তু সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে ফলাফল বের করতে কী হয়নি! টুর্নামেন্টের শুরুতেই উত্তপ্ত ফাইনালের আঁচ করা গিয়েছিল তবে এমনটা হবে কেই বা ভেবেছিল। যা না হওয়ার তাই হয়েছে বাংলাদেশ-ভারতের মহারণে। নির্ধারিত সময়ে ১-১ সমতা, টাইব্রেকারেও ফল বের না হওয়ায় টস কাণ্ড। সাফ চ্যাম্পিয়নশিপে আগে কখনো যা ঘটেনি এমন ঘটনার স্বাক্ষী হলো এবারের আসরটি।

যদিও শেষ পর্যন্ত টসের ফলাফল বাতিল করে ট্রফি ভাগাভাগি হয়েছে—বাংলাদেশ ও ভারতকে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) রাতে কমলাপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালের মঞ্চ ছিল নাটকীয়তায় ভরা।

এদিন নির্ধারিত সময়ে স্কোরলাইন ১-১ থাকায় ফল বের করতে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে ১১টি করে শট নেওয়ার পরও ফল না আশায় হঠাৎ টস ভাগ্যে চলে যান শ্রীলঙ্কান ম্যাচ কমিশনার ডি সিলভা জয়াসুরিয়া। টস ভাগ্যে ভারতকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। এরপরই শুরু হয় আলোচনা-সমালোচনা। এ নিয়ে প্রায় আড়াই ঘণ্টা চলে উত্তেজনা, বাতিল করা হয় টস ভাগ্য। বাংলাদেশ দল তখন মাঠে থাকলেও চলে যায় ভারতীয় দল।

শেষ পর্যন্ত ভারতকে রাজি করিয়ে দুদলের হাতেই ট্রফি তুলে দিয়ে নাটকীয়তার ইতি টানা হয়।

তবে ম্যাচের ইতি হলেও আলোচনা থেমে যায়নি। উল্টো টস কাণ্ড নিয়ে রীতিমত বিস্ফোরক মন্তব্য করেছেন বাংলাদেশ অধিনায়ক আফঈদা খন্দকার। টস ভাগ্যে ম্যাচের ফল নিষ্পত্তি হবে তা নাকি জানতেন না তিনি।

মাঠে সংবাদ মাধ্যমকে তিনি বলেন, ‘আমি মনে করেছিলাম আবার শট (টাইব্রেকার) নেওয়া হবে, এ জন্য টস করা হচ্ছে। আমাদের এ বিষয়ে কিছুই বলা হয়নি। আমি শুধু টসের জন্য গিয়েছিলাম।’

বাংলাদেশ দলের ম্যানেজার আমিরুল ইসলাম বাবু বলেন, টুর্নামেন্টের বাইলজে এ রকম টস নেই৷ এ ছাড়া টসে শিরোপা নির্ধারণীর বিষয়টি আমরা জানতামও না।

ম্যাচ শেষে সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল সংবাদ মাধ্যমকে বলেন, ‘ঘটনাটা একেবারেই দুর্ভাগ্যজনক। সাফ চ্যাম্পিয়নশিপে অতীতে কখনই এমন কোনও কিছু হয়নি। ভুলটা হয়েছে ম্যাচ কমিশনার থেকে। তিনি ভুলটা করেছেন। তিনি নিয়মকানুনটা পুরোপুরি না দেখে হয়তো টসের সিদ্ধান্তটা দিয়েছেন। আমি যতটুকু জানি, ম্যাচ রেফারি খেলা চালিয়ে যেতে বলেছিলেন, কিন্তু তিনি (ম্যাচ কমিশনার) বলেছিলেন রেগুলেশনে এটাই (কয়েন টস) আছে।

ভুলটা সে করেছে। তাই শেষ পর্যন্ত দুই দলকে যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করা ছাড়া আর কোনও উপায় ছিল না বলেও জানান সাফের সাধারণ সম্পাদক।

আরও পড়ুন: টসের সিদ্ধান্ত বাতিল, সাফে যৌথভাবে চ্যাম্পিয়ন বাংলাদেশ-ভারত

ক্রিফোস্পোর্টস/৯ফেব্রুয়ারি২৪/এসএ/এফএএস 

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল