Connect with us
ফুটবল

এশিয়ান কাপ: ইরানকে কাঁদিয়ে আবারও ফাইনালে কাতার

Qatar goes final in Asian Cup
ম্যাচ হারার পর চোখের জল লুকিয়েছেন ইরানি ফুটবলাররা। ছবি- সংগৃহীত

গতবার এশিয়ান কাপের শিরোপা জয় করে তাক লাগিয়ে দিয়েছিল কাতার। এরপর ঘরের মাঠে সফলভাবে আয়োজন সম্পন্ন করে বিশ্বকাপেরও। মেসিদের হাতে শিরোপা ওঠা ওই আসর থেকে বদলে গেছে কাতারের ফুটবলের চেহারা। পরপর দুই আসর এশিয়ান কাপের ফাইনালে নাম লেখালো কাতার। এবার ঘরের মাঠে দ্বিতীয় সেমিফাইনালে ইরানকে ৩-২ গোলে হারিয়ে ফাইনালে চলে গেছে স্বাগতিক ও বর্তমান চ্যাম্পিয়ন কাতার।

বুধবার (৭ ফেব্রুয়ারি) রাতে রাজধানী শহর দোহায় জমজমাট এক ম্যাচে ৮২তম মিনিটে জয়সূচক গোল পায় কাতার। স্বাগতিকদের হয়ে গোলটি করেন আলমুইজ আলী। ২-২ ব্যবধানে ম্যাচটি যখন অতিরিক্ত সময়ের দিকে এগোচ্ছিল তখনই গোলটি করেন আলমুইজ।

আল থুমামা স্টেডিয়ামের প্রায় ৪০ হাজার দর্শকের সামনে আজ উল্লাসে মেতেছে দলটি। আগামী শনিবার ফাইনালে জর্ডানের মুখোমুখি হবে কাতার। এর আগে দক্ষিণ কোরিয়াকে বিদায় করে প্রথমবার ফাইনালে নাম লিখিয়েছে জর্ডান।

এদিন ম্যাচের চতুর্থ মিনিটেই সরদার আজমুনের গোলে এগিয়ে যায় ইরান। পরে ১৭ মিনিটে সাঈদ এজাতোলাহির গায়ে লেগে জালে ঢুকলে দ্রুতই সমতায় ফেরে কাতার। প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগে টুর্নামেন্টে এরপর নিজের পঞ্চম গোল করে কাতারকে এগিয়ে নেন আকরাম আফিফ। ২-১ স্কোরলাইনে শেষ হয় প্রথমার্ধ।

দ্বিতীয়ার্ধে অবশ্য আলীরেজা জাহানবখশের পেনাল্টি থেকে পাওয়া গোলে সমতায় ফেরে ইরান। ম্যাচ ৮২ মিনিট পর্যন্ত ছিল ২-২ স্কোরলাইনে। এরপর জয়সূচক গোলটি করেন আলমুইজ। ম্যাচে আর কোনো গোল তো হয়নি, উল্টো অতিরিক্ত সময়ে শোজায়ি খলিলজাদেহ লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ম্যাচে ফেরা আরও কঠিন হয়ে পড়ে ইরানের।

আগামী শনিবার (১০ ফেব্রুয়ারি) বিশ্বকাপের ফাইনালের মাঠ লুসাইল স্টেডিয়ামে শিরোপা লড়াইয়ে মুখোমুখি হবে স্বাগতিক কাতার ও প্রথমবার ফাইনালে ওঠা জর্ডান।

আরও পড়ুন: প্রথম ভারতীয় পেসার হিসেবে অনন্য কীর্তি গড়লেন বুমরাহ

ক্রিফোস্পোর্টস/৮ফেব্রুয়ারি২৪/এজে

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল