ফাইনাল ও কোয়ালিফায়ারসহ এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগ- বিপিএলে মোট ম্যাচ অনুষ্ঠিত হবে ৪৬টি। এরমধ্যে গতকাল (৭ ফেব্রুয়ারি) পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে ২৪টি ম্যাচ। বাকি আছে আর ২২টি ম্যাচ। গ্রুপপর্বের আর ১৮টি ম্যাচ রয়েছে। এরই মধ্যে বিপিএল ঘিরে সুসংবাদ পেয়েছেন বাংলাদেশি ব্যাটার মুমিনুল হক।
টেস্ট স্পেশালিস্ট খেতাব পাওয়ার পর টি-টোয়েন্টি ও ওয়ানডে ক্রিকেটে একটু উপেক্ষিত থাকেন মুমিনুল। ব্যাতিক্রম হয়নি ঘরোয়া সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি বিপিএলেও। অর্ধেক বিপিএল শেষ হলেও কোনো দল পাননি মুমিনুল। কিন্তু হঠাৎ তাকে দলে ডেকে নাম মনে করিয়ে দিয়েছে রংপুর রাইডার্স।
বুধবার (৭ ফেব্রুয়ারি) রাতে মুমিনুলকে দলে নেওয়ার খবর নিশ্চিত করে রংপুর রাইডার্স। নিজেদের অফিসিয়াল ফেসবুকে এই তথ্য পোস্ট করেছে রাইডার্স। আসরের বাকি ম্যাচগুলো রংপুরের ডেরায় থাকবেন মুমিনুল। রংপুর ওই স্ট্যাটাসে লিখেছে- মুমিনুল হক ইস অ্যা রাইডার।
বাংলাদেশ জাতীয় দলের হয়ে টেস্টে দীর্ঘদিন ধারাবাহিক রান পাচ্ছেন এই টপঅর্ডার ব্যাটার। টাইগারদের টেস্ট অধিনায়কত্বও করেছেন অনেকগুলো ম্যাচে। প্লেয়ার্স ড্রাফটে কোনো দলই মুমিনুলকে টানেনি। কিন্তু সেই মুমিনুল দল পেলেন আসরের মাঝপথে।
ঘরোয়া টি-টোয়েন্টিতে ১০৬ ইনিংসে ২৪ গড়ে ২ হাজার ১৩৪ রান করেছেন মুমিনুল। স্ট্রাইকরেট ১১৩.২৬। এর আগে বিপিএলে তিনটি দলের হয়ে খেলেছেন মুমিনুল। ঢাকা প্লাটুন, সিলেট সুপার স্টার ও রাজশাহী কিংসের জার্সিতে বিপিএলের মাঠে দেখা গেছে এই টেস্ট স্পেশালিস্টকে। এবার চতুর্থ দলের জার্সি হিসেবে তার গায়ে উঠবে রংপুরের জার্সি।
আরও পড়ুন: পাকিস্তানের সেমিফাইনালসহ আজকের খেলা (৮ ফেব্রুয়ারি ২৪)
ক্রিফোস্পোর্টস/৮ফেব্রুয়ারি২৪/এজে