লাতিন আমেরিকা অঞ্চলের ফুটসাল জমে উঠেছে। কোপা আমেরিকা ফুটসালের গ্রুপপর্ব শেষ হয়েছে গতরাতে। এবার সেমিফাইনালের লড়াই শুরু। দুই গ্রুপ থেকে সেমিফাইনালে উঠেছে ব্রাজিল, আর্জেন্টিনা, প্যারাগুয়ে ও ভেনিজুয়েলা। বি গ্রুপের শেষ ম্যাচে আর্জেন্টিনাকে উড়িয়ে দিয়ে গ্রুপসেরা হয়েছে ব্রাজিল। অন্যদিকে পয়েন্ট টেবিলের দুইয়ে থেকে শেষ চারে আলবেসিলেস্তারা।
বুধবার (৭ ফেব্রুয়ারি) প্যারাগুয়ের লুকু শহরের অস্কার হরিজোন স্টেডিয়ামে জমজমাট ম্যাচে আর্জেন্টিনার জালে ৪টি গোল দিয়েছে ব্রাজিল। ভালো খেলেও ১টির বেশি গোল দিতে পারেনি আর্জেন্টাইনরা। ৪-১ গোলের জয়ে ৪ ম্যাচে ৪ জয়ে শীর্ষে সেলেকাওরা। বি গ্রুপ থেকে ৩ জয় ও ১ হারে দুইয়ে আর্জেন্টিনা।
এদিন ম্যাচের শুরু থেকেই আক্রমণ বাড়ায় ব্রাজিল। তবে প্রথম গোল এসেছে অনেক পরে। মার্লোন অলিভিয়েরার গোলে ব্রাজিল এগিয়ে যাওয়াে পর বুরুত্তুর গোলে সমতায় ফেরে আলবিসেলেস্তেরা। আর এরপর শুধু গোলই খেয়েছে আর্জেন্টাইনরা।
পর পর গোল করে ব্রাজিলকে ২-১ গোলে এগিয়ে নেন ফিলিপে এবং ৩-১ গোলে এগিয়ে নেন লুকাস ফ্লোরেস। ম্যাচের শেষদিকে জুফফোর গোলে ৪-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে সেলেকাওরা। সেরা হয়েই শেষ চারে নাম ওঠায়।
আগামীকাল (৯ ফেব্রুয়ারি) দুটি সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। গ্রুপ এ থেকে সেরা হয়ে ওঠা প্যারাগুয়ে খেলবে আর্জেন্টিনার বিরুদ্ধে। আর গ্রুপ বি এর সেরা দল ব্রাজিল খেলবে এ গ্রুপের দুইয়ে থাকা দল ভেনিজুয়েলার বিরুদ্ধে। দুই সেমির দুই বিজয়ী দল ফাইনাল খেলবে আগামী ১০ ফেব্রুয়ারি। ম্যাচগুলো হবে প্যারাগুয়ের লুকু শহরের অস্কার হরিজোন স্টেডিয়ামে।
আরও পড়ুন: জাপানে এসে মেসি-সুয়ারেজ মিলেও জেতাতে পারলো না মায়ামিকে
ক্রিফোস্পোর্টস/৮ফেব্রুয়ারি২৪/এজে