হ্যাট্রিক চ্যাম্পিয়নস লিগ শিরোপা জয়ের পর হঠাৎ করেই রিয়াল মাদ্রিদ ছেড়ে ইতালিয়ান ক্লাব জুভেন্টাসে পাড়ি জমান ক্রিস্টিয়ানো রোনালদো। রিয়ালের হয়ে এত সফলতার পরও কেন হঠাৎ করেই ক্লাব ছাড়লেন রোনালদো? অনেকের ধারণা ছিল ক্লাব প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজের সঙ্গে বনাবনি না হওয়ায় ক্লাব ছেড়েছেন রোনালদো।
রিয়াল মাদ্রিদের ইতিহাসে অন্যতম সেরা খেলোয়াড়দের মধ্যে একজন রোনালদো। হঠাৎ করেই ক্লাব ছাড়ার কারণে নিজের প্রাপ্তির সন্মানটুকুও পাননি সিআর সেভেন।
তবে রিয়াল মাদ্রিদ ও রোনালদোর মধ্যে সৃষ্টি হওয়া দূরত্ব কমাতে চেষ্টা চালিয়ে যাচ্ছে রিয়াল কর্তৃপক্ষ। রোনালদোকে সন্মান জানাতে নতুন এক উদ্যোগ নিতে যাচ্ছে ক্লাবটি।
সৌদি আরব ও স্পেনের কিছু সংবাদমাধ্যমের দাবি, রিয়াল মাদ্রিদের হোম ভেন্যু সান্তিয়াগো বার্নাব্যুতে রোনালদোর বর্তমান ক্লাব আল নাসরের সঙ্গে একটি প্রীতি ম্যাচ আয়োজন করতে চায় রিয়াল মাদ্রিদ।
সৌদি পত্রিকা সাউদ আল সারামি থেকে স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা এই সংবাদটি প্রকাশ করেছে। এই সংবাদে বলা হয়েছে, ক্লাব সভাপতি পেরেজ চান, কিলিয়ান এমবাপ্পে রিয়ালে যোগ দিলে তাকে নিয়েই রোনালদোর আল নাসরের সঙ্গে খেলবে রিয়াল মাদ্রিদ। সম্প্রতি জানা গেছে, আগামী মৌসুমেই রিয়াল মাদ্রিদে পাড়ি জমাবেন এমবাপ্পে।
দীর্ঘদিন ধরেই সংস্করণের মধ্য দিয়ে যাচ্ছে রিয়ালের হোম ভেন্যু সান্তিয়াগো বার্নাব্যু। এই স্টেডিয়ামের উদ্বোধনী দিনেই আল নাসরের সঙ্গে খেলবে রিয়াল মাদ্রিদ। এই স্টেডিয়াম উদ্বোধনের সময় ঠিক করা না হলেও সম্ভাবনা রয়েছে আগামী মৌসুমের শুরুতেই ম্যাচটি আয়োজন করা হবে।
আরও পড়ুন: জাপানে এসে মেসি-সুয়ারেজ মিলেও জেতাতে পারলো না মায়ামিকে
ক্রিফোস্পোর্টস/৮ফেব্রুয়ারি২৪/এমটি