শেষদিকের টান টান উত্তেজনার ম্যাচে পাকিস্তানকে ১ উইকেটে হারিয়ে যুব বিশ্বকাপের ফাইনালে উঠেছে অস্ট্রেলিয়া। গত ওয়ানডে বিশ্বকাপের ফাইনালের পর এবার যুব বিশ্বকাপের ফাইনালেও মুখোমুখি হবে ভারত ও অস্ট্রেলিয়া।
দক্ষিণ আফ্রিকায় চলমান অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেমিফাইনালে আজ (৮ ফেব্রুয়ারি) পাকিস্তানের মুখোমুখি হয় অস্ট্রেলিয়া। বেনোনিতে টস জিতে শুরুতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া।
প্রথমে ব্যাট করে ৪৮.৫ ওভার খেলে ১৭৯ রানে অলআউট হয় পাকিস্তান। দলের হয়ে আজান আওয়াইস ও আরাফাত মিনহাস দুজনেই সমান ৫২ রান করেন। অস্ট্রেলিয়ার হয়ে টম স্ট্রকার ৬টি উইকেট নেন।
১৮০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শেষ দিকের রোমাঞ্চের পর ৫ বল ও ১ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় অস্ট্রেলিয়া। দলের হয়ে হ্যারি ডিক্সন ৫০, অলি পিক ৪৯ এবং শেষদিকে রাফায়েল ম্যাকমিলান জয়সূচক ১৯ রান করে অপরাজিত ছিলেন। পাকিস্তানের হয়ে আলি রাজা ৪টি এবং আরাফাত মিনহাস ২টি উইকেট নেন।
আগামী রবিবার (১১ ফেব্রুয়ারি) ফাইনালে ভারতের মুখোমুখি হবে অস্ট্রেলিয়ার যুবারা।
সংক্ষিপ্ত স্কোর:
পাকিস্তান: ১৭৯/১০ (৪৮.৫ ওভার)
অস্ট্রেলিয়া: ১৮১/৯ (৪৯.১ ওভার)
ফলাফল: অস্ট্রেলিয়া ১ উইকেটে জয়ী।
আরও পড়ুন: প্রথম ভারতীয় পেসার হিসেবে অনন্য কীর্তি গড়লেন বুমরাহ
ক্রিফোস্পোর্টস/৮ফেব্রুয়ারি২৪/এমটি