Connect with us
ফুটবল

সাবেকদের বিশ্বকাপ: খেলবেন রোনালদিনহো, কাকা, ল্যাম্পার্ড, টট্টি

EPG World Cup
সাবেকদের বিশ্বকাপে খেলবেন বিভিন্ন দেশের তারকারা। ছবি- সংগৃহীত

কেউ কাউকে নাহি ছাড়! সোনালী ট্রফি নিজের করে নিতে ধুন্ধুমার লড়াই৷ রবার্তো কার্লোস, ফ্রাঙ্ক ল্যাম্পার্ড কিংবা দিয়েগো ফোরলানরা বিশ্বকাপের মঞ্চে একে অপরের বিরুদ্ধে লড়ছেন। এমন দৃশ্য তো ফুটবল ভক্তদের কাছে বেশ পুরনো৷ তবে এমন দৃশ্যের-ই পুনঃপ্রচার ঘটতে যাচ্ছে আগামী জুনে৷

সাবেক ফুটবলারদের সংগঠন এলিট প্লেয়ার্স গ্রুপ (ইপিজি) ইংল্যান্ডে আয়োজন করতে যাচ্ছে বিশ্বকাপ। ফিফা বিশ্বকাপ জয়ী সাবেক ফুটবলারদের সমন্বয়ে গড়াবে এই বিশ্বকাপ৷ টুর্নামেন্টের নামকরণ করা হয়েছে ‘ইপিজি ওয়ার্ল্ডকাপ’।

কয়টি দেশ অংশ নিবে? খেলতে পারবেন যারা

১৯৩০ সাল থেকে শুরু হওয়া এখন পর্যন্ত ফিফা বিশ্বকাপ জয়ী ৮ দল নিয়ে গড়াবে এই বিশ্বকাপ। দলগুলো হলো ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স, ইংল্যান্ড, স্পেন, ইতালি, উরুগুয়ে ও জার্মানি৷

অবসরপ্রাপ্ত ফুটবলাররা এই বিশ্বকাপে অংশগ্রহণ করতে পারবে। তবে খেলোয়াড়দের বয়স হতে হবে নূন্যতম ৩৫ বছর। অর্থ্যাৎ ৩৫ বছরের ঊর্ধ্বে থাকা ফুটবলারাই জায়গা পাবে এ বিশ্বকাপে। এছাড়া নিজ নিজ দলের হয়ে কমপক্ষে ১০০টি আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা থাকতে হবে।

কোন দলের অধিনায়ক কারা?

সাবেকদের এই বিশ্বকাপে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার নেতৃত্ব দিবেন এস্তেবান কাম্বিয়াসো ও রানার্সআপ ফ্রান্সের নেতৃত্বে থাকবেন ক্রিস্টিয়ান কারেম্বু। অন্যদিকে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের অধিনায়কত্ব করবেন এমারসন। চার বারের চ্যাম্পিয়ন ইতালির নেতৃত্বে থাকবেন মার্কো মাতেরাজ্জি ও জার্মানির নেতৃত্বে কেভিন কুরানি। প্রথম দুই আসরের চ্যাম্পিয়ন উরুগুয়ের অধিনায়কের অ্যামব্রান্ড পরবেন দিয়েগো লুগানো৷ এক বারের চ্যাম্পিয়ন স্পেনের নেতৃত্ব দিবেন মিচেল সালগাদো ও ইংল্যান্ডের নেতৃত্ব দিবেন লিভারপুলের কিংবদন্তী ফুটবলার স্টিভ ম্যাকমানাম্যান৷

কীভাবে গড়াবে ম্যাচ?

স্বাভাবিক নিয়ম অনুযায়ী ফুটবলে ৯০ মিনিট থাকলেও এ বিশ্বকাপের ম্যাচগুলোতে প্রত্যেক ম্যাচ ৭০ মিনিটে অনুষ্ঠিত হবে। দুই অর্ধের মাঝে ১৫ মিনিট বিরতি থাকবে। প্রত্যেকটি দল আনলিমিটেড সাবস্টিটিউট করতে পারবে৷ একটি দল সর্বনিম্ন একটি থেকে সর্বোচ্চ ৩টি ম্যাচ খেলতে পারবে।

কখন, কোথায় অনুষ্ঠিত হবে ম্যাচ?

এবারের আসরের আয়োজক ইংল্যান্ড৷ এখনো ভেন্যু চূড়ান্ত না হলেও ধারণা করা হচ্ছে একই ভেন্যুতে টুর্নামেন্টের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে৷ আগামী জুনে শুরু হবে ম্যাচ, এরপর ৪ ও ৫ জুন দুটি কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হবে৷ ৮ জুন অনুষ্ঠিত হবে দুটি সেমিফাইনাল৷ সর্বশেষ ১১ জুন গড়াবে টুর্নামেন্টের ফাইনাল।

খেলবেন যেসব তারকারা…

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের হয়ে দেখা যেতে পারে রোনালদিনহো, কাকা, রোমারিও ত্রয়ীকে৷ এছাড়া থাকতে পারে রবার্তো কার্লোস ও কাফু৷

ইংল্যান্ডের হয়ে দেখা যেতে পারে অ্যাশলি কোল, জো কোল, ফ্রাঙ্ক ল্যাম্পার্ড, ডেভিড জেমস, রবি ফাওলার৷

টুর্নামেন্টে আরো দেখা যেতে পারে কার্লোস পুয়োল, ডেভিড ভিয়া, মেসুত ওজিল, ফ্রান্সিকো টট্টি, দিয়েগো ফোরলানদের মতো তারকাদের৷

আরও পড়ুন: বিদেশি কোচে কেন ব্রাজিলের এত অনাগ্রহ? 

ক্রিফোস্পোর্টস/৯ফেব্রুয়ারি২৪/টিএইচ/এমটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল