মিরপুরের শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে চলছে ভারত-বাংলাদেশের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচ ম্যাচ। ম্যাচের দ্বিতীয় দিন হোম অব ক্রিকেটে এক অদ্ভূত কাণ্ড ঘটান সাকিব ভক্ত।
শুক্রবার মিরপুর টেস্টে ভারতের ব্যাটিংয়ের ৬৮তম ওভার শুরুর আগে স্টেডিয়ামের নিরাপত্তা বেষ্টনী ভেঙে গ্যালারির লোহার গ্রিল টপকে মাঠে প্রবেশ পড়েন এক দর্শক। দৌড়ে এসে লুটিয়ে পড়েন সাকিব আল হাসানের পায়ের কাছে। পরে নিরাপত্তাকর্মীরা দ্রুত ওই তরুণকে স্টেডিয়ামের বাইরে নিয়ে যায়। তখন খেলা কিছু সময়ের জন্য বন্ধ রাখা হয়।
এদিকে দেশের ক্রিকেট মাঠে ম্যাচের মাঝে দর্শক ঢুকে যাওয়ার ঘটনা নতুন কিছু নয়। ২০১৯ সালে চট্টগ্রামে আফগানিস্তানের বিপক্ষে টেস্টের মধ্যে কাঁটাতারের বেষ্টনী ডিঙিয়ে সাকিবকে ফুলের তোড়া উপহার দিয়েছেন এক ভক্ত। এছাড়া মিরপুরে বিপিএলের ম্যাচে মাশরাফি বিন মর্তুজাকে জড়িয়ে ধরেছিল এক ভক্ত।
প্রসঙ্গত, মিরপুর টেস্টের দ্বিতীয় দিন শেষে বাংলাদেশ ৮০ রানে পিছিয়ে থেকে ব্যাট করছে। প্রথম ইনিংসে বাংলাদেশের করা ২২৭ রানের জবাবে ভারত তাদের প্রথম ইনিংসে ৩১৪ রান করে। এতে প্রথম ইনিংসে ভারত ৮৭ রানের লিড নিয়ে এগিয়ে যায়। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে বাংলাদেশ কোনো উইকেট না হারিয়ে ৭ রান সংগ্রহ করে দিন শেষ করে।
আরও পড়ুন : প্লেয়ার্স বায়োগ্রাফি: সাকিব আল হাসান
ক্রিফোস্পোর্টস/২৩ডিসেম্বর২২/এসএ