বিপিএলে দিনের দ্বিতীয় ম্যাচে আজ দুর্দান্ত ঢাকার মুখোমুখি হয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এই ম্যাচে ঢাকাকে ৪ উইকেটে হারিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এদিন কুমিল্লার হয়ে সেঞ্চুরি করেন তাওহীদ হৃদয়। বিপিএলের দশম আসরে এটাই প্রথম সেঞ্চুরি।
টস জিতে আগে ব্যাট করে ৪ উইকেটে ১৭৫ রান সংগ্রহ করে ঢাকা। জবাবে ১ বল হাতে রেখে ৪ উইকেটে জয় তুলে নেয় বর্তমান চ্যাম্পিয়নরা।
মিরপুরে শুরুতে ব্যাটিংয়ে নেমে ২৩ রানের মাথায় প্রথম উইকেট হারায় ঢাকা। পরবর্তীতে নাইম শেখ ও সাইফ হাসানের ১১৯ রানের জুটিতে বড় সংগ্রহের দিকে এগোতে থাকে দলটি।
নাইম ৪৫ বলে ৬৪ এবং সাইফ ৪২ বলে ৫৭ রান করে আউট হয়ে গেলে শেষদিকে অ্যালেক্স রসের ১১ বলে ২১ রানের ক্যামিওতে ৪ উইকেটে ১৭৫ রানের পুজি পায় ঢাকা। কুমিল্লার হয়ে ম্যাথি ফোর্ডে ৩টি এবং আলিস ইসলাম ১টি উইকেট নেন।
১৭৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই বিপদে পড়ে কুমিল্লা। ২৩ রানের মাথায় ৩টি উইকেট হারায় দলটি। এরপর তাওহীদ হৃদয় ও ব্রুক গেস্টের জুটিতে দারুণভাবে ঘুরে দাঁড়ায় কুমিল্লা। ১০৭ রানের মাথায় ব্রুক ৩৪ করে আউট হয়ে গেলে দলকে একাই টেনে নিয়ে যান হৃদয়।
১৯তম ওভারে আসরের প্রথম শতক তুলে নেন হৃদয়। শেষ ওভারে ১ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় কুমিল্লা। ৫৭ বলে ১০৮ রানে অপরাজিত ছিলেন হৃদয়। ৮ চার ও ৭ ছয়ের মারে এই ইনিংসটি সাজিয়েছেন হৃদয়। ঢাকার হয়ে শরিফুল ইসলাম সর্বোচ্চ ২টি উইকেট শিকার করেন।
এই জয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে উঠে এসেছে কুমিল্লা। কুমিল্লার সমান ৭ ম্যাচ খেলে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে রয়েছে রংপুর রাইডার্স।
আরও পড়ুন: রুবেলের ওভারে ২৪ রান নিয়ে খুলনাকে হারালেন বার্ল
ক্রিফোস্পোর্টস/৯ফেব্রুয়ারি২৪/এমটি