ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি ক্রিকেট খেলবে আর সেখানে রানের বন্য বইবে না, এটা তো হয় না। সেই প্রমাণ মিললো অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের প্রথম ম্যাচেও। দুই দলের ধুন্ধুমার রান বন্যার ম্যাচে মোট রান চারশ ছাড়িয়েছে। অস্ট্রেলিয়া করে ২১৩ এবং ওয়েস্ট ইন্ডিজ করে ২০২, দুই দলের মোট রান ৪১৫। যা এই দুদলের দ্বিপক্ষীয় সর্বোচ্চ। আপ্রাণ চেষ্টা করেও তীরে এসে তরী ডুবিয়ে ১১ রানে হেরেছে ক্যারিবীয়রা।
হোবার্টে অস্ট্রেলিয়া আগে ব্যাটিং করে ২১৩ রান তুলেছে। ২১৪ রানের জবাবে খেলতে নেমে ২০২ রান তুলতেই কোটার ২০ ওভার শেষ করেছে সফরকারীরা। ফলে ১১ রানে জিতে তিন ম্যাচ সিরিজে ১-০তে এগিয়ে গেল স্বাগতিক অস্ট্রেলিয়া।
এদিন শততম ম্যাচ খেলতে ব্যাট হাতে নেমে ৩৬ বলে ৭০ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন ডেভিড ওয়ার্নার। ২৫ বলে ৩৯ রান করেন আরেক ওপেনার জস ইংলিশ। এই জুটি ৯৩ রানের সূচনা এনে দেন। পরে টিম ডেভিডের ১৭ বলে ৩৭ এবং ম্যাথু ওয়েড এর ১৪ বলে ২১ রানের ইনিংসে ভর করে দুশো পার করে অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়ার ৭টি উইকেটের পতন ঘটানোর পথে আন্দ্রে রাসেল ৩টি ও আলজারি জোসেফ ২টি উইকেট নেন। বাকি দুটি উইকেট ভাগাভাগি করে নেন জেসন হোল্ডার ও রোমারিও শেফার্ড।
২১৪ রানের বিশাল লক্ষ্য তারা করতে নেমে ৮৯ রানের শুভ সূচনা করেন ব্রেন্ডন কিং ও জনসন চার্লস। ২৫ বলে ৪২ রানে ফিরে যান চার্লস। তবে ফিফটি তুলে নিয়ে ৩৭ বলে ৫৩ রান করেন কিং। বাকিরা ছোট ছোট স্কোরে দলকে এগিয়ে নেন।
এর মধ্যে এডাম জাম্পা ও মার্কাস স্টোইনিস রান চেপে ধরে উইকেট পতন ঘটালে একটু চাপে পড়ে সফরকারীরা। শেষদিকে জেসন হোল্ডার ১৫ বলে অপরাজিত ৩৪ রান করে জয়ের আশা জাগালেও তা শুধু হারের ব্যবধান কমিয়েছে।
অস্ট্রেলিয়ার হয়ে বল হাতে জাম্পা ২৬ রানে ৩টি এবং স্টোইনিস ২০ রানে ২টি উইকেট নেন। বেহেনড্রফ, ম্যাক্সওয়েল ও অ্যাবোট একটি করে উইকেট নেন। ১২ চার ও ১ ছয়ে ৩৬ বলে ৭০ রান করা ওয়ার্নার ম্যাচসেরা নির্বাচিত হন।
আরও পড়ুন: ডাবল সেঞ্চুরি করে জয়াসুরিয়ার পুরনো রেকর্ড ভাঙলেন নিশাঙ্কা
ক্রিফোস্পোর্টস/৯ফেব্রুয়ারি২৪/এজে