Connect with us
ক্রিকেট

নিজের প্রথম সেঞ্চুরি অসুস্থ মাকে উৎসর্গ করলেন হৃদয়

Towhid Hridoy post match briefing
ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে তাওহীদ হৃদয়। ছবি- সংগৃহীত

গতকাল তাওহীদ হৃদয়ের ঝড়ো সেঞ্চুরিতে দুর্দান্ত ঢাকাকে হারিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। বিপিএলের দশম আসরে প্রথম সেঞ্চুরি করলেন হৃদয়। পাশাপাশি হৃদয়ের টি-টোয়েন্টি ক্যারিয়ারেরও প্রথম শতক এটি। তাই এই বিশেষ ইনিংসটি নিজের অসুস্থ মাকে উৎসর্গ করেছেন তাওহীদ হৃদয়।

গতকাল শুক্রবার মিরপুরে ঢাকার দেওয়া ১৭৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র ৫৭ বলে ১০৮ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন হৃদয়। এতে করে ম্যাচে সেরা খেলোয়াড়ের পুরস্কারটিও উঠেছে এই যুব বিশ্বকাপ জয়ী ক্রিকেটারের হাতে।

ম্যাচসেরা হওয়ার পর সংবাদ সম্মেলনে এসে তাওহীদ হৃদয় বলেছেন, ‘টি-টোয়েন্টিতে প্রথম শতক পেয়েছি, আলহামদুলিল্লাহ। এটা প্রতিটা ব্যাটারেরই স্বপ্ন, যে একটা সেঞ্চুরি করবে। গত বছর আমার সুযোগ ছিল সেঞ্চুরি করার, কিন্তু করতে পারিনি। আলহামদুলিল্লাহ, যে এবার সেঞ্চুরি হয়েছে।’

বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমাত্মক ভঙ্গিতে খেলতে থাকেন হৃদয়। এই বিষয়ে তিনি জানান, ‘সেঞ্চুরি তো প্রতিটি ব্যাটারের জন্যই গুরুত্বপূর্ণ। আমি প্রথম থেকে চেষ্টা করেছি আক্রমণাত্মক খেলার। কারণ রান ছিল ১৭০ এর বেশি। তখন যদি ওখানে দুই তিনটা ওভার ব্যাকফুটে যাই তাহলে ম্যাচ থেকে ছিটকে যাবো।’

হৃদয় বলেন, অসুস্থ মায়ের চিন্তা কমাতে তিনি মাকে পরামর্শ দিয়েছিলেন খেলা চলাকালে টিভির সামনে না বসার জন্য। জবাবে হৃদয়ের মা বলেন, ‘আমি তো আর খেলা দেখতে বসি না। আমি তো বসি তোকে দেখতে।’ সংবাদ সম্মেলনে আসার আগে অবশ্য তিনি ব্রডকাস্টারদের বলেছেন, ‘আমার যত যা কিছু আছে সব আমার মায়ের জন্য।’

আরও পড়ুন: তাওহীদ হৃদয়ের সেঞ্চুরিতে কুমিল্লার দুর্দান্ত জয়

ক্রিফোস্পোর্টস/১০ফেব্রুয়ারি২৪/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট